ঢাকা, ১৯ মার্চ মঙ্গলবার, ২০২৪ || ৫ চৈত্র ১৪৩০
good-food
১২৮১

নবম চাঁপাই উৎসব শুক্রবার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১৮ ১৪ ফেব্রুয়ারি ২০১৯  

ঢাকায় বসবাসরত চাঁপাইনবাবগঞ্জবাসীর প্রাণের মিলনমেলা নবম চাঁপাই উৎসব-২০১৯ হতে যাচ্ছে। ১৫ ফেব্রুয়ারি (শুক্রবার) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দিনব্যাপী এই উৎসব হবে। অনুষ্ঠান সফল ও প্রাণবন্ত করতে সবাইকে আহ্বান জানানো হয়েছে।

বরাবরের মতো এবারও নবম চাঁপাই উৎসব শুরু হবে সকাল ৮টায়। ১০টা পর্যন্ত চলবে কালাইর রুটির নাস্তা। ১০টায় চাঁপাই উৎসব উদ্বোধন করবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সামিল উদ্দিন আহমেদ শিমুল (চাঁপাইনবাবগঞ্জ-১)।

সভাপতিত্ব করবেন জেলা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম। নামাজ ও দুপুরের খাবার শেষে বিকেল ৩টায় হবে ১৬তম বার্ষিক সাধারণ সভা। বিকেল ৪টায় হবে ছাত্রবৃত্তি, পুরস্কার বিতরণ ও আন্ধাসা (তেলের পিঠা) বিতরণ। সন্ধ্যায় ঐতিহ্যবাহী গম্ভীরা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে টানা হবে দিনব্যাপী অনুষ্ঠানের ইতি।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর