ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০
good-food
২০৩

নেইমারদের সমান বেতন পাবেন ব্রাজিলের নারী ফুটবলাররাও

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৫ ৩ সেপ্টেম্বর ২০২০  

ব্রাজিল ন্যাশনাল পুরুষ টিমের ফুটবলারদের সমানই বেতন এখন থেকে পাবেন দেশটির জাতীয় নারী দলের খেলোয়াড়রা। বুধবার ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) এ ঘোষণা দিয়েছে। 

অল্প সংখ্যক দেশে এ ধরনের ব্যবস্থা প্রচলিত আছে। এ প্রসঙ্গে ফেডারেশনের সভাপতি রজারিও কাবোলকো বলেন, সিবিএফ এখন থেকে পুরুষ ও নারী ফুটবল দলের জন্য সমান বেতন, প্রাইজ মানি এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ফলে পুরুষ ও নারী খেলোয়াড়রা সমান অর্থই আয় করতে পারবেন।

এর অর্থ হচ্ছে এখন থেকে নেইমার, গ্যাব্রিয়েল জেসুস ও রবার্তো ফিরমিনোর মতো বিশ্বসেরা তারকাদের সমান বেতন পাবেন মার্তা, ফরমিগা ও লেতিসিয়া সান্তোসরা।

এর আগে পুরুষ ও নারী জাতীয় দলের জন্য সমান অঙ্কের বেতন ঘোষণা করে অস্ট্রেলিয়া, নরওয়ে ও নিউজিল্যান্ড।

২০১৯ সালের মার্চে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের নারী দল নিজেদের ফেডারেশনের বিপক্ষে বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা সংক্রান্ত বৈষম্যের কারণে মামলা করে। তবে চলতি বছর মে মাসে আদালত তাদের সেই মামলা খারিজ করে দেয়। পরিপ্রেক্ষিতে নারী দলটি এর বিপক্ষে উচ্চ আদালতে আপীল করেছে।

ব্রাজিলীয় ফুটবল প্রধান জানিয়েছেন, বিশ্বকাপ ও অলিম্পিক ফুটবলে অংশগ্রহণকারী জাতীয় দলগুলোর জন্য এ সম বেতনের বিষয়টি কার্যকর হবে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর