ঢাকা, ১০ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ২৬ ভাদ্র ১৪৩২
good-food
৩৬৩

নেইমারের পিএসজিকে হারিয়ে শিরোপা জিতল বায়ার্ন

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২৩ ২৪ আগস্ট ২০২০  

ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ষষ্ঠ শিরোপা জিতলো বায়ার্ন মিউনিখ। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলল জার্মান জায়ান্টরা।
ম্যাচ জুড়ে পিএসজির দুই বড় ভরসা নেইমার ও কিলিয়ান এমবাপ্পে রইলেন নিজেদের ছায়া হয়ে। অপরদিকে পুরো আসরে দুর্দান্ত ফুটবল খেলা হান্স ফ্লিকের দল শেষ বেলাতেও থাকলো উজ্জ্বল।

রোববার রাতে লিসবনে ফাইনালে দুই দলের মাঝে ব্যবধান গড়ে দিয়েছে কিংসলে কোমানের একমাত্র গোল। প্রতিযোগিতাটিতে টানা ৩৪ ম্যাচে গোল করেও এদিন জালের দেখা পেতে ব্যর্থ হয় পিএসজি।

আক্রমণভাগে ছন্দে থাকা দারুণ সব ফরোয়ার্ড থাকার পরও প্রথমার্ধে খুব ভালো সুযোগ তৈরি করতে ভুগলো বায়ার্ন ও পিএসজি।

বিরতির পর গোছানো এক আক্রমণে ৬০তম মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন। জসুয়া কিমিচের ক্রসে লাফিয়ে কোনাকুনি হেডে ঠিকানা খুঁজে নেন কোমান।

ইউরোপের ক্লাব সেরার মঞ্চে এটি জার্মান চ্যাম্পিয়নদের ৫০০তম গোল। তাদের আগে এই মাইলফলক ছুঁয়েছে কেবল দুই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

প্রথমবার ফাইনালে উঠে হারের বেদনা নিয়ে মাঠ ছাড়ে টমাস টুখেলের দল। ১-০ গোলের জয়ে ট্রেবল জয়ের উচ্ছ্বাসে মাতে বায়ার্ন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর