ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৭ ভাদ্র ১৪৩২
good-food
১০৫৬

পহেলা বৈশাখে শ্বশুরবাড়ি যাব: পরীমণি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৩ ১৪ এপ্রিল ২০১৯  

ছোটবেলায় যে আনন্দ হতো, সেটা এখন সম্ভব নয়। তবে আনন্দের রেশটা ঠিকই মনে থাকে। এবারের পহেলা বৈশাখটা অন্যরকম আনন্দ দেবে আমাকে। এদিন আমি প্রথমবারের মতো শ্বশুরবাড়ি যাব- পহেলা বৈশাখ নিয়ে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি।

সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন এই লাস্যময়ী। বাংলা নববর্ষের প্রথম দিনটা বেছে নিয়েছেন শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। পরীমণি বলেন, সকালে বন্ধু-বান্ধবরা আসবেন। ঘরে পান্তা-ইলিশের ব্যবস্থা করেছি। তাদের সঙ্গে বিকাল পর্যন্ত সময় কাটাবো। পরে যাব হবু শ্বশুরবাড়ি। নববর্ষে দারুণ 'ডালা' উপহার দিয়েছেন শাশুড়ি। শাড়ি, চুড়ি, টিপসহ অন্যন্যা ব্যবহার্য জিনিস দিয়েছেন।

সকাল-বিকাল গেল, দুপুর বেলায় কী করবেন? পরীমণি বলেন, দুপুরে একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে যোগ দিব। এছাড়া রাতে একটি রেডিও স্টেশনের লাইভে থাকব। 

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর