ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৪০৭

পাকিস্তান-দুবাই হয়ে শ্রীলংকা যাবে আফগানিস্তান

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৫৬ ২২ আগস্ট ২০২১  

শ্রীলংকার মাটিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আাফগানিস্তান ক্রিকেট দল। দেশে  রাজনৈতিক বিশৃংখলার কারণে বানিজ্যিক ফ্লাইট  বন্ধ থাকায়  কাবুল থেকে সরাসরি শ্রীলংকা যেতে পারছে না আফগানরা। কারন তালেবানরা আফগানিস্তান দখলের ফলে রাজনৈতিক কারনে এখনো কাবুল বিমানবন্দর থেকে বিমান চলাচল শুরু হয়নি। তাই পাকিস্তান-দুবাই হয়ে শ্রীলংকা যেতে হবে আফগানিস্তান। 

 

তালেবানরা আফগানিস্তান দখলের পর থেকেই অনিশ্চয়তায় মুখে পড়ে আফগানিস্তানের ক্রিকেট। তাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজও নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। কিন্তু সব অনিশ্চয়তাকে পেছনে ফেলে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে আফগানরা। 

 

ক্রিকইনফোর প্রতিবেদন বলছে, তালেবান সরকার আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পাশে থাকায় সিরিজ নিয়ে কোন সংশয় নেই। তবে সিরিজটি শ্রীলংকায় হওয়ায় শঙ্কা তৈরি হয়েছে আফগানদের ভিসা নিয়ে। এজন্য দলকে শ্রীলংকায় পাঠাতে বেগ পেতে হচ্ছে এসিবিকে। তবে প্রথমে পাকিস্তান যেতে হবে দলকে। এরপর দুবাই। দুবাই হয়ে শ্রীলংকায় যাবে আফগানরা। 

 

এসিবির প্রধান নির্বাহী হামিদ সিনওয়ারি বলেন, ‘দেশের রাজনৈতিক অবস্থার পালাবদলে, কাবুল বিমানবন্দর এখনো চালু হয়নি। তাই পাকিস্তান-দুবাই হয়ে শ্রীলংকায় যেতে হবে আমাদের।’

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর