ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
২০৪

পাকিস্তান-বাংলাদেশের শেষ টি-টোয়েন্টি পরিত্যক্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১৯ ২৭ জানুয়ারি ২০২০  

বৃষ্টির কারণে পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ পরিত্যক্ত হয়েছে। অবিরাম বৃষ্টির প্রভাবে বাংলাদেশ সময় বিকাল ৪টা ৫৫ মিনিটে খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ অফিসিয়ালরা।

প্রথম দুই ম্যাচের মতো লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেই হওয়ার কথা ছিল তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় টস এবং দুপুর ৩টায় মাঠের লড়াই শুরুর কথা ছিল।

কিন্তু অঝোর ধারায় বৃষ্টি ঝরায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। এতে ২-০ ব্যবধানে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জিতল স্বাগতিক পাকিস্তান।

প্রথম ম্যাচ ৫ উইকেট এবং দ্বিতীয়টিতে ৯ উইকেটে হারে বাংলাদেশ। ২-০ ব্যবধানে সিরিজ জয়ে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে নিজেদের শীর্ষস্থান ধরে রাখল পাকিস্তান। আর সিরিজ হেরেও র‌্যাংকিংয়ে নিজেদের নবম স্থানে থাকলেন টাইগাররা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর