ঢাকা, ১৫ ডিসেম্বর সোমবার, ২০২৫ || ৩০ অগ্রাহায়ণ ১৪৩২
good-food
১০

পাকিস্তানে ‘ধুরন্ধর’ নিষিদ্ধ হচ্ছে কেন?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১২ ১৪ ডিসেম্বর ২০২৫  

বলিউডের বক্স অফিসে বাজিমাত করছে আদিত্য ধর পরিচালিত ও রণবীর সিংয়ের 'ধুরন্ধর' সিনেমাটি। এটি ৮ দিনে আয় করেছে ২৩৯.২৫ কোটি টাকা।

বলিউডে ঝড় তুললেও পশ্চিম এশিয়ার দেশগুলিতে মুক্তিই পায়নি ‘ধুরন্ধর’ ছবিটি।

অভিযোগ, পাকিস্তানকে এই ছবিতে নাকি সন্ত্রাসের সমর্থক রূপে দেখিয়েছেন পরিচালক আদিত্য ধর। এরমধ্যে খবর রটেছে পাকিস্তানের করাচিতে নিষিদ্ধ হতে পারে ছবিটি।

আদিত্য ধরের ছবির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ পাকিস্তান পিপলস্‌ পার্টির। সেই অভিযোগ নিয়েই দল দারস্থ আদালতে।

করাচির এক আদালতে ছবির বিরুদ্ধে একটি পিটিশন দায়ের হয়েছে। অভিযোগ করা হয়েছে, এ ছবিতে অনুমতি ছাড়াই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছবি, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) পতাকা এবং দলীয় সমাবেশের ফুটেজ অবৈধ ভাবে ব্যবহার করা হয়েছে। পিপিপি-কে একটি সন্ত্রাসবাদ সমর্থক দল হিসাবে চিত্রিত করার অভিযোগও আনা হয়েছে।

সংবাদমাধ্যমে প্রকাশ, করাচির জেলা ও দায়রা জজ আদালতে (দক্ষিণ) পিপিপি কর্মী মোহাম্মদ আমির এই পিটিশনটি দায়ের করেন।

জানা গিয়েছে, পিটিশনে ছবির পরিচালক, প্রযোজক, অভিনেতা এবং এর প্রচার ও প্রযোজনার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি উঠেছে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর