ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
২৮২

পাকিস্তানের প্রধান কোচ-নির্বাচক মিসবাহ,সঙ্গী ওয়াকার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫১ ৪ সেপ্টেম্বর ২০১৯  

সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটলো। নতুন কোচ পেলো পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। মিসবাহ-উল-হককে নিয়ে রাজ্যের সব নেতিবাচক গুঞ্জন হাওয়ায় উড়ে গেলো। সাবেক অধিনায়কেই আগামী তিন বছরের জন্য প্রধান কোচের দায়িত্ব দিল পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শুধু প্রধান কোচ হিসেবেই নয়, এসময় প্রধান নির্বাচকের দায়িত্বও পালন করবেন মিসবাহ। তার কোচিং স্টাফে থাকছেন আরেক সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিস। তিনি বোলিং কোচের দায়িত্ব পালন করবেন।

আগেও এই দুজনের একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে। ক্যারিয়ারে প্রায় সাত বছর পাকিস্তানের অধিনায়কত্ব করেন মিসবাহ। এসময়ে হেড কোচ ওয়াকারের অধীনে খেলেন তিনি। আর এখন একেবারে ভিন্ন ভূমিকায়। নিজের কোচিং স্টাফেই পাচ্ছেন সাবেক কিংবদন্তি পেসারকে।

হেড কোচ নিয়োগের জন্য ইনতিখাব আলম, বাজিদ খান, আসাদ আলি, ওয়াসিম এবং জাকির খানকে নিয়ে ৫ সদস্যের প্যানেল করে পিসিবি। সবাই মিসবাহর বক্সে ভোট দেন। তাদের সুপারিশেই বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়াকার।

নব দায়িত্ব পেয়ে সংবাদমাধ্যমকে মিসবাহ বলেন, পাকিস্তানের কোচের মতো সম্মানিত জায়গায় নিজের নাম দেখতে পারাটা সত্যিই আনন্দের। নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এটা আমার জন্য অনেক সম্মানের-মর্যাদার বিষয়। একই সঙ্গে বড় দায়িত্বের। আমি ক্রিকেট ভালোবাসি, ক্রিকেটই জীবন, এতেই শ্বাস-প্রশ্বাস নিই। 

মিসবাহ-ওয়াকার যুগলের প্রথম পরীক্ষা ঘরের মাঠে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে নিজ দূর্গে শ্রীলংকার বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ওই সিরিজ দিয়েই আরেক দফা সেখানে হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর