ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
২১৭

পিএসজি সমর্থকদের জমায়েত নিষিদ্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১২ ২৫ আগস্ট ২০২০  

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ব্যর্থ হলেও প্রিয় দল যে প্রথমবারের মতো ফাইনালে খেলেছে-এটাই পিএসজির উচ্ছ্বসিত সমর্থকদের কাছে অনেক কিছু। যে কারণে লিসবন থেকে দেশে ফেরার পর নেইমার-এমবাপ্পেদের স্বাগত জানাতে সমর্থকরা উন্মুখ হয়ে ছিলেন। কিন্তু সম্ভাব্য সব ধরনের নেতিবাচক ঘটনা এড়ানোর জন্য পার্ক ডি প্রিন্সেসে সমর্থকদের সব ধরনের জমায়েত এবং প্যারেড সংক্রান্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে প্যারিসের পুলিশ।
এ নিষেধাজ্ঞা স্থানীয় সময় সোমবার দুপুর আড়াইটা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকার ঘোষণা হয়। রাজধানীজুড়ে এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে এক বিবৃতিতে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ কমিশনার দিদিয়ের লালেমেন্ট বলেন, ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে পিএসজি পরাজতি হওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফাইনালের দিন বেশ কিছু অনাকাঙ্খিত ঘটনা-গাড়ি পোড়ানো, দোকান ভাঙচুরের পর ১৪৮ বিক্ষুব্ধ সমর্থককে আটক করা হয়। এর জেরে পিএসজি দেশে ফেরার পর এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
একইসঙ্গে সোমবার বিকাল সাড়ে চারটা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সব ধরনের বার, পার্ক ও রেষ্টুরেন্ট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি পার্ক ডি প্রিন্সেসের হাইওয়েতে কোনও ধরনের মদ্যপানও নিষিদ্ধ করেছিল পুলিশ।
সোমবার চার্লস ডি গলে বিমানবন্দরে অবতরণ করেছে পিএসজি দল। সেখান থেকে সরাসরি তাদেরকে বাসে করে মাঠে নিয়ে আসা হয়। এসময় খেলোয়াড়দের জন্য কিছু সামাজিক ইভেন্টের আয়োজন করেছিল ক্লাব। যেখানে তাদের পরিবাররাও উপস্থিত ছিলেন। 
মূলত ২০১৯-২০ মৌসুম শেষ হয়ে যাওয়ার কারণে পুরনো মৌসুমকে বিদায় এবং নতুন মৌসুমকে স্বাগত জাননোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছিল। পিএসজির শীর্ষ ফ্যান গ্রুপ দ্য কালেকটিফ আলট্রাস প্যারিস পার্ক ডি প্রিন্সেসে বিকেল ৫টার সময় র‌্যালির পরিকল্পনা করেছিল, যা শেষ পর্যন্ত নিষেধাজ্ঞার কারণে অনুষ্ঠিত হতে পারেনি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর