ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৩৬২

প্রাইজমানির পুরোটাই দান করলেন সানিয়া মির্জা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৩০ ১৩ মে ২০২০  

মা হওয়ার পর চলতি বছরের জানুয়ারিতে প্রথমবার কোর্টে ফেরেন ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা। ফিরেই জেতেন হোবার্ট ইন্টারন্যাশনালের ডাবলস শিরোপা। এরপর ভারতের টেনিস ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নারী দলকে ফেড কাপের প্লে-অফে নিয়ে যান ৩৩ বছর বছর বয়সী এই তারকা। সেই দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার পেলেন সানিয়া। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) ‘ফেড কাপ হার্ট’-এর এশিয়া-ওশেনিয়া অঞ্চলের সেরা নারী টেনিস খেলোয়াড়ের খেতাব জিতলেন শোয়েবপতœী। প্রথম ভারতীয় হিসেবে সেরা হওয়ার কৃতিত্ব দেখালেন ভারতীয় টেনিসের আইকন। পুরস্কার হিসেবে পাওয়া ২ হাজার মার্কিন ডলারের পুরোটাই সানিয়া দান করলেন করোনা তহবিলে।

মাতৃত্বকালীন অবসর কাটিয়ে কোর্টে ফেরার পর ফেড কাপে অনবদ্য অবদান রাখার জন্যই এই পুরস্কার ওঠে সানিয়ার হাতে। সমর্থকদের অনলাইন ভোটের মাধ্যমেই মনোনীত তারকাদের থেকে বেছে নেওয়া হয় বিজয়ীকে।
গত ১লা মে থেকে এক সপ্তাহের অনলাইন ভোটিং শেষে সানিয়ার নাম বিজয়ী হিসেবে ঘোষণা করে ফেড কাপ কর্তৃপক্ষ। এশিয়া-ওশেনিয়া গ্রুপে মোট ভোট পড়ে ১৬ হাজার ৯৮৫। যার মধ্যে ১০ হাজারেরও বেশি ভোট পেয়েছেন সানিয়া।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর