ঢাকা, ১৯ মার্চ মঙ্গলবার, ২০২৪ || ৫ চৈত্র ১৪৩০
good-food
২৬৩

ফাইনালে স্বপ্নভঙ্গ টাইগার যুবাদের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১১ ১৪ সেপ্টেম্বর ২০১৯  

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে ৫ রানে হারিয়েছে ভারত। এ নিয়ে ছয়বার যুবাদের এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের শিরোপা জিতল তারা। 

শনিবার কলম্বোতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে পড়ে তারা। শুরুতেই ভারতীয় ওপেনার অর্জুন আজাদকে তুলে নেন তানজিম হাসান সাকিব। খানিক পর রানআউটের শিকার হন অপর ওপেনার শুভদ প্যাটেল। এর রেশ না কাটতেই তৃতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। এর ভেতরে শামিম হোসাইনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন সাসয়াত রাওয়াত। ফলে মহাবিপর্যয়ে পড়ে ভারতীয় যুবারা। 

এরপর আর কাউকে ভারতের হাল ধরার সুযোগ দেয়নি বাংলাদেশ। আসা যাওয়ার মিছিলে সামিল হন একে একে ভারুন, আথারভা, সুশান্তরা। শেষ পর্যন্ত অধিনায়ক ধ্রুবর ৩৩ এবং কারান লালের ৩৭ রানের ইনিংসে স্কোরবোর্ডে ১০৬ রান তোলে ভারত।
জবাবে সব উইকেট হারিয়ে ১০১ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন অধিনায়ক আকবর আলী। দ্বিতীয় সেরা ২১ রান আসে মৃতঞ্জয় চৌধুরীর ব্যাট থেকে। ১২ রান করেন তানজিম হাসান। এছাড়া আর কেউই ভালো সংগ্রহ গড়তে পারেননি।   ভারতীয় বোলার এভি এঙ্ককলেকার একাই ৫ পাঁচ উইকেটে নিয়ে টাইগার যুবাদের ব্যাটিংয়ে ধস নামান। এবার জিততে পারলে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিততো বাংলাদেশ। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর