ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
৩০৭

বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার মুশফিক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪৩ ১৫ জুন ২০২০  

কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে আফ্রিকান-আমেরিকান বংশোদ্ভূত সাবেক বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডকে হাঁটুতে পিষে হত্যা করেছে শেতাঙ্গ পুলিশ। গেল সপ্তাহে এ ন্যাক্কারজনক কাণ্ড ঘটায় যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে আইনশৃঙ্খলা রক্ষাকাজে নিয়োজিত এ সদস্য। 

এ নির্মম হত্যার ভিডিও ভাইরাল হতেই প্রতিবাদে ফেটে পড়ে গোটা মার্কিন মুলুকসহ সারাবিশ্ব। সমাজের সব শ্রেণিপেশার মানুষ বিক্ষোভ করছেন। ফুটবলার-ক্রিকেটার থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের তারকারাও তাতে সমর্থন দিচ্ছেন। এবার তাতে শামিল হলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। 

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের অ্যাকাউন্টে বর্ণবাদের বিরুদ্ধে নিজের অবস্থানের কথা পরিস্কার করেছেন তিনি। হাতে বর্ণবৈষম্য বিষয়ক একটি প্লাকার্ড নিয়ে ক্ষোভ ঝেড়েছেন মিস্টার ডিপেন্ডেবল। 

মুশফিক তাতে লিখেছেন, আমি বর্ণ বিরোধিতাকে ঘৃণা করি। বর্ণবাদকে না বলুন। এ একটি বাক্যেই রাগ উগরে দিয়েছেন তিনি। জাতিবিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন টাইগার ব্যাটিং নির্ভরতার প্রতীক।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর