ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৩৪২

বাংলাদেশ দলকে পাকিস্তানি দর্শকদের সম্মান প্রদর্শন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫০ ২৪ জানুয়ারি ২০২০  

শুরু হয়েছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ । শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলতে নামে দুই দল।


টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় টিম বাংলাদেশ। 

 

এর আগে খেলা শুরু হওয়ার পর ব্যাট হাতে যখন মাঠে নামেন তামিম ও নাঈম শেখ, তখন গ্যালারিতে দাঁড়িয়ে বাংলাদেশ দলকে সম্মান জানান পাকিস্তানি দর্শকরা।

এসময় অনেকের হাতে ‘ওয়েলকাম টু পাকিস্তান’ লেখা ব্যানার শোভা যায়।

 

দীর্ঘ প্রায় এক যুগ পর পাকিস্তানের মাটিতে সিরিজ খেলছে বাংলাদেশ। তিন ধাপে অনুষ্ঠিত হবে এটি। প্রথম ধাপে এদিন থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ।

 

একই ভেন্যুতে ২৫ ও ২৭ জানুয়ারি গড়াবে সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি। সিরিজ শেষে আগামী ২৮ জানুয়ারি দেশে ফিরবে টিম বাংলাদেশ।

 

বাংলাদেশ একাদশ :

তামিম ইকবাল, মোহাম্মদ নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।

 

পাকিস্তান একাদশ :

আহসান আলি, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ হাসনাইন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর