ঢাকা, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৭ ভাদ্র ১৪৩২
good-food
৩১৩

বাংলাদেশ সিরিজের আগে লাহোরে ৩ জঙ্গি আটক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪৩ ২২ জানুয়ারি ২০২০  

বাংলাদেশ সফর ঘিরে লাহোরকে নিরাপত্তার চাদরে মুড়েছে পাকিস্তান। ভেন্যু গাদ্দাফি স্টেডিয়ামের আশপাশে ১০ হাজার পুলিশ মোতায়েন করেছে তারা। চলছে নিয়মিত অভিযান। এর অংশ হিসেবে সেখান থেকে ৩ জঙ্গিকে আটক করেছে দেশটির ক্রাইম টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)।
আটককৃতরা হলেন ইমরান, মোহাম্মদ আবিদ সোহাইল ও মোহাম্মদ রাজা। মঙ্গলবার হারুনাবাদ বাইপাস থেকে তাদের আটক করা হয়েছে। এসময় এ ত্রয়ীর কাছ থেকে বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।
সিটিডির মুখপাত্র জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে এ অভিযান চালায় আমরা। হাতেনাতে তিনজনকে গ্রেফতার করি। এসময় ঘটনাস্থল থেকে ব্যাপক বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ইতিমধ্যে মামলা করেছে সিটিডি পুলিশ। আরো খতিয়ে তদন্ত করছে তারা।
তিন ভাগে ভাগ হয়ে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। প্রথম দফায় আগামী ২৪ জানুয়ারি থেকে লাহোরেই স্বাগতিকদের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।
এরপর দ্বিতীয় ধাপে ফেব্রুয়ারিতে ১টি টেস্ট খেলতে দেশটিতে সফর করবেন টাইগাররা। আর তৃতীয়বার এপ্রিলে সেখানে গিয়ে একমাত্র ওয়ানডে এবং সিরিজের বাকি টেস্ট খেলবেন তারা।
এ সফরে মাহমুদউল্লাহ-তামিমদের রাষ্ট্রপতির নিরাপত্তা দেয়া হবে। অধিকন্তু তা নিশ্চিত করতে লাহোরে ১০ হাজার পুলিশ মোতায়েন করেছে পাকিস্তান। এ ছাড়া তিন পর্যায়ের নিরাপত্তাব্যবস্থা করা হয়েছে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর