ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৪২৪

বাংলাদেশকে না পেলে ঘরোয়া টি-টোয়েন্টিতে মনোযোগ দেবে শ্রীলংকা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৮ ৮ জুন ২০২০  

পূর্ব নির্ধারিত শ্রীলংকা সফরের বিষয়ে এখনো কোনও সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়েছিলেন বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দীন চৌধুরী।
শেষ পর্যন্ত বাংলাদেশ দল না গেলে করণীয় নির্ধারণ করে রেখেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট লংকান প্রিমিয়ার লীগ (এসএলপিএল) শুরু করে দেবে তারা। নভেম্বরে আসন্ন অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগস্ট-সেপ্টেম্বরে এ টুর্নামেন্ট শুরুর কথা ছিল।
বাংলাদেশ সফরের আগে চলতি মাসেই তিন ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে শ্রীলংকা সফরে যাওয়ার কথা ছিল ভারতের। তবে সেটি যে হচ্ছে না তা অনেকটাই নিশ্চিত। বাংলাদেশ সফরের বিষয়টিও এখন ঝুলে আছে।
এসএলসির সম্পাদক মোহন ডি সিলভা স্থানীয় একটি পত্রিকাকে বলেছেন, সফর দুটি এখন অনিশ্চিত। ভারত সিরিজ বাদ। বাংলাদেশেরটাও ঝুলে আছে পরিস্থিতির কারণে। যদি আগামী মাসের মধ্যে পরিস্থিতি ভালো না হয়, তাহলে এ বছর আর টাইগাররা সফরে আসবে না।
তিনি বলেন, পরিস্থিতি অনুধাবন করার জন্য বাংলাদেশ কয়েক সপ্তাহ সময় চেয়েছে লংকান বোর্ডের কাছে। পরিস্থিতির উন্নতি হলে তবেই শ্রীলংকা সফর করবে তারা।
শেষ পর্যন্ত বাংলাদেশকে না পেলে এসএলপিএল’র দিকে মনোযোগী হয়ে ওই সময়টি কাজে লাগানোর পরিকল্পনা করছে লংকান বোর্ড। সেটি উল্লেখ করে মোহন বলেন, বাংলাদেশ সিরিজ যদি না হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে মনোযোগী হতে হবে। কারণ, ওটাই আমাদের পরবর্তী আন্তর্জাতিক টুর্নামেন্ট। সঠিক সময়ে টুর্নামেন্টটি আয়োজন করতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এরই মধ্যে ক্রিকেট সূচি প্রকাশ করেছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আমরা তাই এসএলপিএল আয়োজন করতে চাই।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর