ঢাকা, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৭ ভাদ্র ১৪৩২
good-food
৩৩৫

বাংলাদেশকে ভয় পাচ্ছে পাকিস্তান

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৪ ৬ ফেব্রুয়ারি ২০২০  

পাকিস্তান অধিনায়ক আজহার আলী বলেছেন, বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না তার দল। শুক্রবার রাওয়ালডিন্ডিতে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। এর আগে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ খুবই শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারে। আপনাকে বিস্মিত করতে পারে। সুতরাং আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। ওদের দলে বেশ কয়েকজন ম্যাচ উইনার খেলোয়াড় রয়েছে।
তবে নিজ মাঠে কোন দলের ‘টেস্ট ম্যাচ জয়ের সুযোগ আছে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আমাদের সর্বোচ্চ চেস্টা করব।
নিজ দলে তিন পেসার অন্তর্ভুক্তির বিষয়ে আজহার বলেন, ঘরের মাঠে আপনার শক্তি অনুযায়ী খেলতে হবে। আমরা মনে করি এ মুহূর্তে আমাদের ফাস্ট বোলিং প্রতিপক্ষের জন্য একটা হুমকি।
২০১৫ সালের আর এবারের বাংলাদেশ টেস্ট দলের মধ্যে পার্থক্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই তারা দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় মিস করছে। তবে এর আগে আমি যা বলেছি, স্বাগতিক দল হিসেবে আমরা কিছুটা এগিয়ে থাকতে পারি। তবে মাঠের বাইরে কিছু জেতা যায় না। মাঠেই আমাদের এটা করতে হবে।
ম্যাচে সেরা একাদশ সম্পর্কে কোনও মন্তব্য না করে আজহার বলেন,পারফরম্যান্সের ও সক্ষমতার ভিত্তিতেই ফাওয়াদ আলমকে ১৬ সদস্যের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলে সুযোগ পাওয়া সবাই সেরা একাদশে থাকতে পারে। যে কারণে তারা ১৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন।
মূলত এফটিপি অনুযায়ী, পাকিস্তান সফরে বাংলাদেশ দলের তিন টি-টোয়েন্টি এবং দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলার কথা ছিল। তবে নিরাপত্তা শংকার কারণে দীর্ঘদিন অবস্থান করতে না চাওয়ায় তিন দফায় পাকিস্তান সফর করছে টাইগাররা। এরপর এপিলে দেশটি সফরে করাচিতে একমাত্র ওয়ানডে এবং সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে তারা। 
সবশেষ ২০০৩ সালে পাকিস্তান সফরে টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ। ব্যক্তিগত কারণে গত মাসে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাননি মুশফিকুর রহিম। রাওয়ালপিন্ডি টেস্টেও খেলছেন না তিনি।
২০০৯ সালে লাহোরে টিম শ্রীলংকার ওপর জঙ্গি হামলার পর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ হয়। অনেক চেষ্টার পর গত মাসে সেই লংকানদের সফর দিয়ে আবারো দেশটিতে টেস্ট ক্রিকেট ফেরে। আন্তর্জাতিক ক্রিকেট ফেরার পর দ্বিতীয় টেস্ট দল হিসেবে সেখানে সফর করছে বাংলাদেশ।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর