ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৭ ভাদ্র ১৪৩২
good-food
৬৯৭

বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য ভারতের দল ঘোষণা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১৬ ২৪ অক্টোবর ২০১৯  

একদিকে বাংলাদেশের ওপর দিয়ে বড় ঝড় বয়ে গেল। অন্যদিকে সিরিজ নিয়ে পরিকল্পনায় ব্যস্ত ভারত। টাইগারদের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজের জন্য দলও ঘোষণা করে দিয়েছে তারা।

বুধবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটারদের সংকট নিরসন হয়েছে। দাবি-দাওয়া মেনে নেয়ার আশ্বাস দিয়েছে বোর্ড। ধর্মঘট প্রত্যাহার করে মাঠে ফিরছেন সাকিব-তামিমরা। ফলে ভারত সিরিজ নিয়ে শঙ্কা নেই। শনিবার থেকে জোরেসোরে প্রস্তুতি শুরু করবেন তারা।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না বিরাট কোহলি। এ খবর জানা গিয়েছিল আগেই। তাকে বাদ দিয়েই ক্রিকেটের সংক্ষিপ্ত সিরিজের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কোহলির অনুপস্থিতিতে এ ফরমেটে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। এ সিরিজেও থাকছেন না দীর্ঘদিন ধরে দলের বাইরে থাকা মহেন্দ্র সিং ধোনি।

ভারতের টি-টোয়েন্টি চমক হিসেবে জায়গা করে নিয়েছেন মুম্বাইয়ের ব্যাটিং অলরাউন্ডার শিভাম দুবে। প্রথমবারের মতো ভারতীয় দলে ডাক পেয়েছেন তিনি। টি-টোয়েন্টি দলে ফিরেছেন হার্ডহিটিং উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন আর লেগস্পিনার যুজবেন্দ্র চাহালও।

টেস্ট সিরিজের দলে অবশ্য পরিবর্তন আনেনি ভারত। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে ৩-০তে হোয়াইটওয়াশ করা দলটিই থাকছে বাংলাদেশের বিপক্ষে।

আগামী ৩ নভেম্বর টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর দুটি টেস্ট খেলবে বাংলাদেশ আর ভারত।

ভারতের টি-টোয়েন্টি দল

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সঞ্জু স্যামসন, শ্রেয়াস আয়ার, মনিশ পান্ডে, রিশভ পন্ত (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার, দীপক চাহার, খলিল আহমেদ, শিভম দুবে ও শার্দুল ঠাকুর।

টেস্ট সিরিজের দল

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হানুমা বিহারি, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুভমান গিল ও রিশভ পন্ত।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর