ঢাকা, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৭ ভাদ্র ১৪৩২
good-food
২৮১

বাবরের ব্যাটে রাওয়ালপিন্ডি টেস্টে চালকের আসনে পাকিস্তান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩৪ ৮ ফেব্রুয়ারি ২০২০  

রাওয়ালপিন্ডি টেস্টে চালকের আসনে পাকিস্তান। দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিকদের প্রথম ইনিংসে সংগ্রহ ৩ উইকেটে ৩৪২ রান। অপরাজিত থেকে শনিবারের খেলা শেষ করেছেন বাবর আজম (১৪৩) ও আসাদ শফিক (৬০)। সেই সঙ্গে শান মাসুদ করেছেন ১০০। আর অধিনায়ক আজহার আলীর ব্যাট থেকে এসেছে ৩৪ রান।

যদিও দিনের শুরুতেই পাকিস্তানের অপর ওপেনার আবিদ আলিকে ফিরিয়ে চ্যালেঞ্জের বার্তা দিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই আগের তিন ইনিংসে ২টি সেঞ্চুরি করা আবিদকে ফেরান আবু জায়েদ। তার অফ স্টাম্পের বেশ বাইরের বল তাড়া করতে গিয়ে ঠিকমতো খেলতে পারেননি তিনি। ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। তখন দলীয় সংগ্রহ মাত্র ২ রান।

এ অবস্থায় শানের সঙ্গে ৯১ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন অধিনায়ক আজহার। আবু জায়েদের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন তিনি। এর পর শানকে সঙ্গ দিতে আসেন বাবর। তারা যোগ করেন আরও ১১২ রান। দলীয় ২০৫ রানে সমান ১০০ করে তাইজুল ইসলামের বলে বোল্ড হন শান।

পরের সময়টা বাংলাদেশের বোলারদের জন্য ছিল শুধুই হতাশার। তাদের শাসন করে ১০৯ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেন বাবর ও আসাদ।  বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন আবু জায়েদ।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৩৩ রান করে বাংলাদেশ। তারা খেলতে পারেন ৮২.৫ ওভার। আলোর স্বল্পতার কারণে দিনের বাকি খেলা আর অনুষ্ঠিত হয়নি। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন মোহাম্মদ মিঠুন। সেই সঙ্গে নাজমুল হোসেন শান্ত করেন ৪৪ রান। আর লিটন দাসের ব্যাট থেকে আসে ৩৩ রান। অধিনায়ক মুমিনুল হক তুলেন ৩০ রান।

পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি শিকার করেন ৪ উইকেট। এছাড়া ২টি করে উইকেট নেন মোহাম্মদ আব্বাস ও হারিস সোহেল।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর