ঢাকা, ১৯ মার্চ মঙ্গলবার, ২০২৪ || ৫ চৈত্র ১৪৩০
good-food
২৩৪৯

বিতর্কিত মডেল সানাই আটক

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১৮ ১৭ ফেব্রুয়ারি ২০১৯  

সোশ্যাল মিডিয়ায় অপেশাদার অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ানোর অভিযোগে বিতর্কিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভাকে আটক করেছে পুলিশ। তাকে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা অপরাধ দমন বিভাগে নিয়ে আসা হয়েছে।

রোববার ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য সানাই মাহবুবকে এখানে নিয়ে আসা হয়েছে। এর আগে সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়ে খানিকটা ইঙ্গিত দেন এডিসি।

ফেসবুকে নাজমুল ইসলাম লেখেন, বাংলাদেশের সাইবার স্পেসটা নিরাপদ রাখার জন্য সরকার যুদ্ধ ঘোষণা করেছে। আজ থেকেই শুরু। সংবাদমাধ্যম প্রস্তুত থাকুন। বিকেলে বিশেষ সংবাদ আসছে।

সানাইয়ের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযোগ, টিকটক ফেসবুক লাইভের মাধ্যমে খোলামেলা অসামাজিক কথাবার্তা বলে যুবসমাজকে অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছেন।  তার পোস্ট বার্তাগুলো নেট দুনিয়ায় খুব দ্রুত ছড়িয়ে পড়ছে।

এ তথ্য উল্লেখ করে ওই কর্মকর্তা জানান, সোশ্যাল মিডিয়ায় সানাইয়ের কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটে নজরদারিতে ছিল।

প্রসঙ্গত, সরকার যুবসমাজকে রক্ষা করতে ইতোমধ্যে দেড় হাজার পর্নো জুয়ার সাইট বন্ধ করেছে।

নতুন প্রজন্মকে আপত্তিকর আসক্তি থেকে বের করে আনতে অশ্লীল কনটেন্ট, জুয়া বা বিপথগামী সাইট বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ সরকার। এরই ধারাবাহিকতায় এবার দেশীয় সংস্কৃতি রক্ষায় টিকটক বন্ধের উদ্যোগ নেয়া হয়েছে।

টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, শুধু টিকটক নয়, দেশীয় সংস্কৃতির জন্য হুমকি রয়েছে এমন সব ধরনের সাইট আমরা বন্ধ করে দিতে চাই। আমার দেশ ইউরোপ না, আমেরিকা না, আমার দেশে বাংলাদেশ। তাই দেশের মানুষ, সমাজ, সাহিত্য, সংস্কৃতির সঙ্গে যায় না এমন কোনো কিছুকেই আমি রাখতে চাই না।

এবার সেই অভিযানের অংশ হিসেবে সানাইকে সাইবার নিরাপত্তা অপরাধ দমন বিভাগে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর