ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
১১৯৫

বিনিসুতোয় এ কোন্ জয়া !

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:৩৩ ২৪ জুন ২০১৯  

মাত্র ছয় বছরেই জয়া আহসান টলিউডের নির্মাতাদের আস্থা অর্জন করে নিয়েছেন। তিনি সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, অরিন্দম শিল, নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো নির্মাতার সিনেমায় কাজ করেছেন। ইতোমধ্যে ‘ময়ূরাক্ষী’ সিনেমায় অভিনয়ের জন্য ২০১৭ সালে শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। সিনেমাটি পরিচালনা করেছিলেন অতনু ঘোষ। এবার তাকে দেখা যাবে অতনু ঘোষের পরিচালনায় ‘বিনিসুতোয়’ সিনেমাতে। ২২ জুন এটির একটি স্থিরচিত্র প্রকাশ করা হয়েছে। স্থিরচিত্রটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অতনু ঘোষ নিজেই। তিনি ক্যাপশনে লিখেছেন, ছুটি হলে রোজ ভাসাই জলে কাগজ নৌকাখানি  বিনিসুতোয়  জয়া আহসান, ঋত্বিক চক্রবর্তী। গত ফেব্রুয়ারি থেকে কলকাতয় এর শুটিং শুরু হয়েছে। এতে জয়ার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী। আরও অভিনয় করছেন চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায় প্রমুখ। প্রকাশ পাওয়া ফার্স্ট লুকে জয়া ও ঋত্বিক দুজনই আছেন। খুব সাদামাটা সাজ এবং সবুজ শাড়িতে দেখা গেছে জয়াকে। সিনেমাটির গল্প লিখেছেন অতনু ঘোষ নিজেই। এ সিনেমার গানগুলো তৈরি করছেন দেবজ্যোতি মিশ্র। সেগুলোর মধ্যে একটি বিশেষ গানে কণ্ঠ দেবেন জয়া আহসান। এর গল্প শুরু টেলিভিশনের এক রিয়েলিটি গেম শোর মধ্য দিয়ে। সেখানে অডিশন দিতে এসে কাকতালীয়ভাবে দেখা হয় কাজল সরকার ও শ্রাবণী বড়–য়ার। অডিশন দিয়ে ফেরার পথে দুজনের আলাপ হয় এবং তাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত তারা দুজন পরস্পরকে ঠিক চিনতে পেরেছে? এমন ভাবনা নিয়ে সিনেমাটির গল্প এগিয়ে যায়। এদিকে সিনেমাটি নিয়ে জয়া বলেন, পরিচালক অতনু ঘোষের আগের কাজগুলো এবং নতুন সিনেমাটির গল্প ও চরিত্র ভালো তাই সিনেমাতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। এতে আমি অভিনয় করছি শ্রাবণী বড়–য়া চরিত্রে, আর ঋত্বিককে দেখা যাবে কাজল সরকারের ভূমিকায়। সবকিছু ঠিক থাকলে এ বছরই মুক্তি পাবে সিনেমাটি।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর