ঢাকা, ২৯ আগস্ট শুক্রবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
১৮৪

বিশ্বকাপ দলে ঢুকলেন সৌম্য-শরিফুল, বাদ সাব্বির-সাইফউদ্দিন

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:০৮ ১৫ অক্টোবর ২০২২  

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসি নির্ধারিত সময়ের মধ্যেই শুক্রবার (১৪ অক্টোবর) বিসিবি ঘোষিত স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন বাঁ-হাতি ব্যাটার সৌম্য সরকার এবং বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। 

 

পূর্বে ঘোষিত ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েছেন ব্যাটার সাব্বির রহমান এবং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সৌম্য-শরিফুল আগে ঘোষিত দলে স্ট্যান্ড বাই ছিলেন। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে দেশে ফিরে আসবেন সাব্বির ও সাইফ।

 

টুর্নামেন্ট শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে শনিবার (১৫ অক্টোবর) মনিবার ব্রিজবেনে পৌঁছাবে বাংলাদেশ দল।  ২৪ অক্টোবর বিশ্বকাপ মিশন শুরুর আগে আগামী ১৭ ও ১৯ তারিখ যথাক্রমে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

 

বাংলাদেশ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরি, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক ও সহ-অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও এবাদত হোসেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর