ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
২৫৮

বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট পেল বাংলাদেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:৫৫ ৪ জুন ২০২১  

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জয় পাওয়া কঠিন হবে বলেই ধরে নেয়া হয়েছিল।  জামাল ভূঁইয়া আত্মবিশ্বাসের সুরে জানিয়েছিলেন আফগানিস্তানের বিপক্ষে পয়েন্ট করতে চাইলে সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে ফুটবলারদের মাঠে খেলা দেখাতে হবে।

 

বাস্তবেও হলোও তাই।  বৃহস্পতিবার  দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে ম্যাচে লড়াই করে পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। বলা যায়, পুরো ম্যাচজুড়ে লাল-সবুজরা ছিলেন উজ্জীবিত।

 

দ্বিতীয়ার্ধের শুরুতে  গোল খেয়ে কিছুটা পিছিয়ে পড়ে বাংলাদেশ। কিন্তু দুর্দান্তভাবে দাপটের সাথে লড়াই করে  ৮০ মিনিটে ওই গোল শোধ করেন তপু বর্মন। এতে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ড্র করে পয়েন্ট পেয়েছে বাংলাদেশ।  


গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খেয়ে বসে বাংলাদেশ। ম্যাচর ৪৮তম মিনিটে গোলটি করেন আমিরুদ্দিন মোহাম্মদ আনোয়ার শরিফি। এতে হারের শঙ্কায় ছন্দ হারিয়ে ফেলে লাল সবুজের প্রতিনিধিরা। অবশেষে সেই শঙ্কা কাটিয়ে ম্যাচে সমতা ফিরিয়েছেন তপু বর্মন। ম্যাচের ৮৪তম মিনিটে এই ডিফেন্ডারের গোলে ম্যাচে এখন ১-১ সমতা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর