ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৩৪৬

বিশ্বকাপজয়ী যুবাদের লাল গালিচা সংবর্ধনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১৭ ১২ ফেব্রুয়ারি ২০২০  

শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছেন টাইগার যুবারা। তাদের লাল গালিচা সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার বিকাল ৪টা ৫৫টা মিনিটে আকবরদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় তাদের ফুলেল শুভেচ্ছ জানান বিভিন্ন সংগঠনসহ নানা পেশার হাজারো মানুষ।
পরে বিমানবন্দর থেকে ক্রিকেটারদের ‘চ্যাম্পিয়ন বাস’ করে নিয়ে আসা হয় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে আসার আগেই গেটে লাল কার্পেট বিছিয়ে রাখা হয়। স্বভাবতই বিশ্বকাপজয়ী যুবাদের দেখতে সেখানে হাজার হাজার মানুষের ঢল নামে। 
মাঠের ভেতরে মঞ্চ তৈরি করা হয়। রাখা হয় বিশ্বকাপের ট্রফি। পেছনে রাখা হয় বিশ্বয়ী টাইগারদের ছবি সম্মলিত ব্যানার। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্রিকেটারদের নিয়ে অফিস থেকে স্টেডিয়ামে নামেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মাঠে নেমে ক্রিকেটারদের সঙ্গে ট্রফি উদযাপন করেন ক্রিকেট বোর্ডের পরিচালকরা। সঙ্গে সঙ্গেই শুরু হয় আতশ বাজি। তা চলে কয়েক মিনিট ধরে। 
পরে আকবর বাহিনীকে নিয়ে কেক কাটেন নাজমুল হাসান পাপনসহ বোর্ডের পরিচালকরা। এরপর বিসিবি বস এবং বাংলাদেশ যুব দলের অধিনায়ক একসঙ্গে ট্রফি উঁচিয়ে ফটোসেশনে অংশ নেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর