ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৭২৪

বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, জেনে নিন বাংলাদেশের ম্যাচ কবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩৯ ৪ নভেম্বর ২০১৯  

ক্রিকেট ভক্তদের জন্য সুখবর। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী বছরের ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বৈশ্বিক আসর। 
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে রয়েছে জোড়া ম্যাচ। আয়ারল্যান্ড-শ্রীলংকা ম্যাচ দিয়ে বিশ্বকাপের ঢাকে কাঠি পড়বে। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনির (পিএনজি) বিপক্ষে খেলবে ওমান।
প্রথম রাউন্ডের গ্রুপ
১৮ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের প্রথম রাউন্ড। এ পর্বে দুটি গ্রুপে রয়েছে আট দল। দুই গ্রুপ থেকে সেরা চারটি দল পরের পর্ব খেলবে। ১৮ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এ পর্ব চলবে।
একনজরে দুই গ্রুপ
গ্রুপ এ- শ্রীলংকা, পাপুয়া নিউগিনি, আয়ারল্যান্ড, ওমান।
গ্রুপ বি- বাংলাদেশে, নেদারল্যান্ডস, নামিবিয়া, স্কটল্যান্ড।
প্রথম রাউন্ডের সূচি
১৮ অক্টোবর- শ্রীলংকা বনাম আয়ারল্যান্ড
১৮ অক্টোবর- পিএনজি বনাম ওমান
১৯ অক্টোবর- বাংলাদেশ বনাম নামিবিয়া
১৯ অক্টোবর- নেদারল্যান্ডস বনাম স্কটল্যান্ড
২০ অক্টোবর - আয়ারল্যান্ড বনাম ওমান
২০ অক্টোবর- শ্রীলংকা বনাম পিএনজি
২১ অক্টোবর- নামিবিয়া বনাম স্কটল্যান্ড
২১ অক্টোবর -বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস
২২ অক্টোবর- পিএনজি বনাম আয়ারল্যান্ড
২২ অক্টোবর- শ্রীলংকা বনাম ওমান
২৩ অক্টোবর- নেদারল্যান্ডস বনাম নামিবিয়া
২৩ অক্টোবর- বাংলাদেশ বনাম স্কটল্যান্ড
সুপার টুয়েলভ (১২) পর্ব
২৪ অক্টোবর থেকে শুরু হবে সুপার ১২ পর্ব। দেখে নিন সূচি-
২৪ অক্টোবর- অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান
২৪ অক্টোবর- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
২৫ অক্টোবর- এ গ্রুপের প্রথম দলের বিপক্ষে বি ২
২৬ অক্টাবর- আফগানিস্তান বনাম এ ২
২৬ অক্টোবর- ইংল্যান্ড বনাম বি ১
২৭ অক্টোবর- নিউজিল্যান্ড বনাম বি ২
২৮ অক্টোবর - আফগানিস্তান বনাম বি ১
২৮ অক্টোবর- অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ
২৯ অক্টোবর- পাকিস্তান বনাম এ ১
২৯ অক্টোবর - ভারত বনাম এ ২
৩০ অক্টোবর-ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা
৩০ অক্টোবর- ওয়েস্ট ইন্ডিজ বনাম বি ২
৩১ অক্টোবর- পাকিস্তান বনাম নিউজিল্যান্ড
৩১ অক্টোবর - অস্ট্রেলিয়া বনাম এ ১
নভেম্বরের সূচি
১ নভেম্বর- ভারত বনাম ইংল্যান্ড
১ নভেম্বর- দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান
২ নভেম্বর- নিউজিল্যান্ড বনাম এ ১
২ নভেম্বর- এ ২ বনাম বি ১
৩ নভেম্বর-পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ
৩ নভেম্বর- অস্ট্রেলিয়া বনাম বি ২
৪ নভেম্বর- ইংল্যান্ড বনাম আফগানিস্তান
৫ নভেম্বর-দক্ষিণ আফ্রিকা বনাম এ ২
৫ নভেম্বর- ভারত বনাম বি ১
৬ নভেম্বর-পাকিস্তান বনাম বি ২
৬ নভেম্বর-অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড
৭ নভেম্বর- ওয়েস্ট ইন্ডিজ বনাম এ ১
৭ নভেম্বর-ইংল্যান্ড বনাম এ ২
৮ নভেম্বর- দক্ষিণ আফ্রিকা বনাম বি ১
৮ নভেম্বর-ভারত বনাম আফগানিস্তান
সেমিফাইনাল ও ফাইনালের দিনক্ষণ
১১ নভেম্বর ও ১২ নভেম্বর সেমিফাইনাল।
বিশ্বকাপের ফাইনাল ১৫ নভেম্বর।
 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর