ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৫৬১

বৃষ্টিই বাঁচাতে পারে বাংলাদেশকে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪১ ৮ সেপ্টেম্বর ২০১৯  

নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৬০ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। তাতে বাংলাদেশকে ৩৯৮ রানের বিশাল টার্গেট দিয়েছে তারা। ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের পুনরাবৃত্তি ঘটিয়েছে স্বাগতিকরা। বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময়ের আগে শেষ হয়েছে। এখন পর্যন্ত ৬ উইকেটে মাত্র ১৩৬ রান তুলেছে তারা। সার্বিক যা অবস্থা তাতে পঞ্চম দিনে বৃষ্টির দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে। 
শেষ দিনের পুরোটা সময় বাকি চারজনের টিকে থাকা প্রায় অসম্ভব। সেটা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বলে দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চান ৩৯ রানে অপরাজিত থাকা ব্যাটার। 
শেষ দিনে তার সঙ্গে মাঠে নামবেন সৌম্য সরকার। এছাড়া টাইগারদের হাতে আছে মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম এবং নাঈম হাসানের উইকেট।
চট্টগ্রামে বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা দেরিতে শুরু হয়। বৃষ্টির মাত্রা কিছুটা কমে এলে প্রায় দুই ঘণ্টা দেরিতে মাঠে গড়ায় খেলা। আগের দিনের ২৩৭ রানের সঙ্গে এদিন আরো ২৩ রান যোগ করে আফগানিস্তান। তারা ২৬০ রানে অলআউট হলে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ৩৯৮ রান। 

পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে দেখেশুনে খেলেন দুই ওপেনার সাদমান ইসলাম ও লিটন দাস। দলীয় ৩০ রানে লিটনকে ফিরিয়ে জুটি ভাঙেন জাহির খান। রানের জন্য হাপিত্যেশ করতে থাকা মোসাদ্দেক ফেরেন ১২ রান করে। তাকেও ফেরান জহির। মুশফিক ২৩ আর মুমিনুল করেন ৪ রান। এ দুজনকেই ফেরান রশিদ খান। 
ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন সাদমান ইসলাম। তবে ৪১ রানে মোহাম্মদ নবীর বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। মাহমুদউল্লাহ রিয়াদও ছিলেন আসা-যাওয়ার মধ্যে। তাকেও শিকার বানান রশিদ। ওয়ানডে স্টাইলে ব্যাট করা সাকিব অপরাজিত আছেন ৩৯ রানে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর