ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৭ ভাদ্র ১৪৩২
good-food
৮২৪

ব্যাটিংয়ে বাংলাদেশ, নাঈম-আমিনুলের অভিষেক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৩ ১৮ সেপ্টেম্বর ২০১৯  

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। চলতি সিরিজে এ দুই দল দ্বিতীয়বারের মতো একে অপরের মুখোমুখি হচ্ছে। প্রথম দেখায় জিম্বাবুইয়ানদের ৩ উইকেটে হারিয়েছিলেন টাইগাররা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইতোমধ্যে এ ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। ফলে আগে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। খেলা গড়াবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
সৌম্য সরকার স্কোয়াডে না থাকায় একটি পরিবর্তন আনতেই হতো। বাংলাদেশ এনেছে তিনটি পরিবর্তন। অভিষেক হচ্ছে টপঅর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও লেগ স্পিনিং অলরাউন্ডার আমিনুল ইসলাম বিপ্লবের। দলে ফিরেছেন পেসার শফিউল ইসলাম।
একাদশে জায়গা হারিয়েছেন মিডলঅর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমান ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটস দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর