ঢাকা, ১৬ এপ্রিল মঙ্গলবার, ২০২৪ || ৩ বৈশাখ ১৪৩১
good-food
৩১১

বড় ভাই করোনায় আক্রান্ত, পরিবারসহ আইসোলেশনে সৌরভ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:২০ ১৭ জুলাই ২০২০  

করোনায় আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলি। তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) যুগ্ম সচিব। স্থানীয় বেসরকারি হাসপাতাল বেলে ভুঁইতে তাকে ভর্তি করা হয়েছে। 

একই বাড়িতে থাকতেন স্নেহাশিস ও সৌরভ। তাই সৌরভের পুরো পরিবার হোম কোয়ারেন্টাইনে চলে গেছেন। ভারতীয় সাবেক অধিনায়কের পরিবারের প্রত্যেক সদস্য আইসোলেশনে আছেন। 

সিএবির এক শীর্ষ কর্মকতা জানান, গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন স্নেহাশিস। করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ এসেছে। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বড় ভাই’র ভাইরাস পজিটিভ হওয়ার খবর পাওয়া মাত্রই নিজেকে গৃহবন্দি করেন সৌরভ। 

উল্লেখ্য, গেল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন স্নেহাশিসের স্ত্রী ও তার শ্বাশুড়িসহ মোট ৪ জন। ইতিমধ্যে প্রাণঘাতী ভাইরাস থেকে সুস্থ হয়েছেন তারা। 

সেই সুসংবাদের মধ্যেই এলো দুঃসংবাদ। করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন স্নেহাশিস।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর