ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৭ ভাদ্র ১৪৩২
good-food
৮৫৪

মন্ত্রীর ঘোষণার পর সালমান মুক্তাদির আটক

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০৭ ১৯ ফেব্রুয়ারি ২০১৯  

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের ঘোষণার পর দেশের আলোচিত ও সমালোচিত মডেল-অভিনেতা সালমান মুক্তাদিরকে আটক করেছে পুলিশ। তাকে ডিএমপির সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে নিয়ে আসা হয়েছে।

মঙ্গলবারডিএমপির সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সালমান মুক্তাদিরকে আটক করা হয়েছে।

এর আগে, গেল সোমবার মুক্তাদিরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন মোস্তাফা জব্বার। ওই দিন মন্ত্রী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। তাতে তিনি লেখেন,  কেউ কি সালমান মুক্তাদিরের অবস্থান জানাতে পারবেন?

পরে গণমাধ্যমকে মোস্তাফা জব্বার বলেন, আমি সালমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। এটা আমি করতেছি।

কিছুদিন আগে সালমান মুক্তাদির নিজের ইউটিউব চ্যানেলে অভদ্র প্রেম টাইটেলে বিতকির্ত ভিডিও টিজার প্রকাশ করেন। ওই ভিডিও নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর তার ইউটিউব চ্যানেলকে আনলাইক করার হিড়িক পড়ে।

অনেকে কেবল চ্যানেলটি থেকে আনসাবস্ক্রাইব করেননি। সোশ্যাল মিডিয়ায় অন্যকেও উদ্বুদ্ধ করেন। এরপর আনসাবস্ক্রাইব করার সেই ভিডিওগুলো ছড়িয়ে পড়ে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর