ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
২৬৭

মাশরাফি খেলতে চাইলে ব্যবস্থা করা হবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১৫ ১২ জানুয়ারি ২০২০  

বঙ্গবন্ধু বিপিএলের আর মাত্র ৪টি ম্যাচ বাকি। এখন সবগুলোই প্লে-অফের ম্যাচ। এমন সময়ে শনিবার  ফিল্ডিং করতে গিয়ে হাতে মারাত্মক চোট পেয়েছেন ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার হতে ১৪টি সেলাই দেওয়া হয়েছে! এরপরেও খেলতে চাইছেন হার না মানা স্বভাবের মাশরাফি। কারণ তিনি বাঁ হাতের তালুতে যে চোট তাতে মাঠে নামাটা কঠিন হবে না। এক্ষেত্রে মাশরাফি যদি খেলতে চান ব্যবস্থা করে দেবে বিসিবি মেডিক্যাল বিভাগ।
 সোমবার এলিমিনেটরে মুখোমুখি হবে ঢাকা প্লাটুন আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাশরাফির ছোটভাই মোরসালিন এবং ঢাকা প্লাটুন সূত্রে জানা গেছে, হাতে চোট নিয়েও প্লে অফের ম্যাচগুলোতে খেলতে মুখিয়ে আছেন ম্যাশ। তার এই হার না মানা জেদের মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, 'ওর হাতে যে চোট তা আনপ্লেয়েবল নয়। ম্যাচের গুরুত্ব বিবেচনা করে উনি যদি খেলতে চান আমরা ব্যবস্থা করে দেব।'

উল্লেখ্য, শনিবার রাতে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে চোট পান মাশরাফি। খুলনার ব্যাটিং ইনিংসের একাদশতম ওভারে মেহেদি হাসানের ঝুলিয়ে দেওয়া বলটি কাভারের ওপর দিয়ে সীমানা পাড় করতে চেয়েছিলেন রাইলি রুশো। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে বলটি তালুবন্দি করতে চেয়েছিলেন মাশরাফি। কিন্তু দ্রুত গতির বল তার মুঠো গলে বেরিয়ে যায়। প্রচণ্ড আঘাতে মাশরাফির হাত দিয়ে রক্ত ঝরতে থাকে। দলের ফিজিও তাৎক্ষণিক মাঠে এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে মাঠের বাইরে নিয়ে যান ম্যাশকে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর