ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
২৫০

মাশরাফির স্ত্রীও করোনা আক্রান্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪৪ ৭ জুলাই ২০২০  

করোনায় জনজীবন যখন বির্পযস্ত তখন নড়াইলের মানুষের পাশে দাঁড়িয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক সফলতম অধিনায়ক নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। নড়াইলের মানুষকে করোনাভাইরাসের সংক্রমণ ও করোনার কারণে সৃষ্টি জীবনজীবিকার সঙ্কট থেকে রক্ষার চ্যালেঞ্জ নিতে গিয়ে নিজেকে রক্ষা করতে পারেননি মাশরাফি। গত ২০ জুন করোনা পজেটিভ রিপোর্ট আসে তার। ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিয়ে এখন বেশ সুস্থ। তবে এর মধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন তার স্ত্রী সুমনা হক সুমি।

৬ জুলাই রাতে নড়াইলে মাশরাফির পরিবারের সূত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে ঢাকার বাসায় থেকে সুমি চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা ভালো।

উল্লেখ্য, মাশরাফি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার দুইদিন পর তার একমাত্র ছোট ভাই মুরসালিন বিন মর্ত্তুজা  (সেজার) করোনা আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে আছেন মাশরাফি, মাশরাফির ছোট ভাই সেজার এবং স্ত্রী সুমনা হক সুমি। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর