ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
৩৯৩

মিমের স্বামী সনি পোদ্দার করোনায় আক্রান্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫৬ ১১ জানুয়ারি ২০২২  

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লাক্স তারকা অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের স্বামী সনি পোদ্দার। এ তথ্য নিশ্চিত করেছেন মিম। বর্তমানে স্বামী বাসায় আইসোলেশনে রয়েছেন। করোনা পজিটিভ হওয়ায় নব দম্পতির মালদ্বীপে হানিমুনে যাওয়া হচ্ছে না। 

 

মঙ্গলবার  ঢাকার একটি পাঁচতারকা হোটেলে মিমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে মিম ও তার হবু বর সনি পোদ্দারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। বিয়েতে শোবিজের একাধিক পরিচালক, শিল্পী ও তার ঘনিষ্ঠজন উপস্থিত ছিলেন।

 

এদিকে বিয়ের অনুষ্ঠানের আগে দুই দিন মিমের গায়ে হলুদ অনুষ্ঠান হয়েছে। সেখানেও দুই পরিবারের সদস্যরাই আমন্ত্রিত ছিলেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর