ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৫৮৪

মোসাদ্দেক তাইজুলের ব্যাটে ফলোঅন এড়ালো বাংলাদেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৫ ৬ সেপ্টেম্বর ২০১৯  

 চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনশেষে বেশ চাপে আছে বাংলাদেশ। দ্বিতীয় দিনে  প্রথম ইনিংস খেলতে নেমে আফগানিস্তানের স্পিনারদের তোপের মুখে পড়েছে টাইগাররা। তবে দিন শেষে এসে মোসদ্দেক হোসেন ও তাইজুল ইসলামের দৃঢ়তায় কিছুটা হলেও স্বস্তি নিয়ে দিনশেষ করেছে বাংলাদেশ। 

৮৮ রানেই ৫ উইকেট হারানো টাইগাররা দিনশেষ করেছে ৮ উইকেটে ১৯৪ রান করে ।বাংলাদেশের পক্ষে মোসাদ্দেক হোসেন ৪৪ ও তাইজুল ইসলাম ১৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবেন। 

ম্যাচ শুরুর আগেই চারদিকে গুঞ্জন ছিল স্পিন যুদ্ধ হবে চট্টগ্রামে। দুই দলের শক্তির জায়গায়ই স্পিন হওয়ায় স্পিনারদের নিয়ে আলোচনার কমতি ছিল না। তবে বাংলাদেশের স্পিনারদের সামলে ৩৪২ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল আফগানিস্তান। 

লাঞ্চ বিরতির সামান্য আগে ব্যাট করতে নামা বাংলাদেশ দল রানের খাতা খোলার আগেই সাদমান ইসলামের উইকেট হারিয়ে ফেলে। ইয়ামিন আহমাদ জাইয়ের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সাদমান। 

এরপর সৌম্য সরকার এবং লিটন দাস স্বভাববিরুদ্ধ ব্যাটিং করে চরম ধৈর্যের পরীক্ষা দিয়ে ১৯ ওভার টিকে থেকে ৩৮ রানের জুটি গড়েন। তবে মোহাম্মদ নবীর ওভারে ৬৬ বলে ১৭ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়ে সৌম্য বিদায় নিলে এই জুটি ভাঙে। তারপরই রশিদ খানের বলে ৫৭ বলে ২৮ রান করা লিটন দাস বোল্ড হলে চাপে পড়ে টাইগাররা। 

এরপর হতাশ করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। রশিদ খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। পরে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি সাকিব। তারপর ব্যাটিংয়ে এসে শূন্য রানে সাজঘরে ফিরেছেন দলের আরেক ভরসা মুশফিকুর রহিমও। 

রশিদ খানের ওই ওভারের শেষ বলে মুশফিকের ব্যাট থেকে বুট হয়ে বল চলে যায় আফগান ফিল্ডার ইবরাহিম জাদরানের হাতে । আর এর সঙ্গেই চা বিরতি ঘোষণা করা হয়। মাত্র ৮৮ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বিরতিতে যায় বাংলাদেশ দল।  


তবে শেষ পর্যন্ত ঘটতে দেননি মোসাদ্দেক ও তাইজুল। দু’জনের ৪৮ রানের জুটিতে ৮ উইকেটে ১৯৪ রানে দিনশেষ করেছে টাইগাররা। আফগানিস্তানের পক্ষে ৪ উইকেট পেয়েছেন অধিনায়ক রশিদ খান ও দুই উইকেট পেয়েছেন মোহাম্মদ নবী বাকি এক উইকেট গেছে ইয়ামিন আহমাদ জাইয়ের ঝুলিতে।


 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর