ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৭ ভাদ্র ১৪৩২
good-food
৭৬৪

যার কারণে আজ মহানায়ক রোনালদো

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২২ ১২ অক্টোবর ২০১৯  

বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রতিনিয়ত রেকড ভাঙা-গড়া যার নেশা। শৈশবে বাবা হারান তিনি। মায়ের শাসনে বড় হয়েছেন। সারাদিন ফুটবল নিয়ে মেতে থাকতেন।

শুধু তাই নয়, রাতে ঘুমানোর সময়ও পাশে ফুটবল থাকতো রোনালদোর। ছোটবেলায় হয় তার হৃদপিণ্ডের অপারেশন। শিশুকালে তাকে ডাকা হতো ক্রাই বেবি নামে। সিআর সেভেন সম্পর্কে এরকম অনেক বিষয় আপনাদের জানা। তবে অনেক চমকপ্রদ ঘটনা আছে যা অজানা।

বেশ কয়েক বছর ধরে বিশ্বের প্রথম সারির খেলোয়াড় রোনালদো। নিজের সাফল্যের জন্য ছোটবেলার এক ঘনিষ্ঠ বন্ধুর অবদান হাসিমুখে স্বীকার করেন তিনি। তার নাম আলবার্ট ফানত্রো। দুজনেই খেলতেন জুনিয়র টিমে।

ওই সময় স্পোর্টিং লিসবন ক্লাবের জন্য তরুণ উঠতি খেলোয়াড় খোঁজা হচ্ছিল। হঠাৎ একদিন তাদের খেলা দেখতে যান এক স্টাফ। ওইসব ফুটবল ব্যক্তিত্বদের বলা হয় স্কাউট। ওই লোক বলেন, আজ যে সবচেয়ে বেশি গোল করবেন তাকে ক্লাবে নেয়া হবে।

জোরকদমে চলে খেলা। দুই বন্ধু একটি করে গোল করেন। পরক্ষণে নিজের দ্বিতীয় গোল করার মোক্ষম সুযোগ পেয়ে যান ফানত্রো। তবে নিজে গোল না করে বল ঠেলে দেন রোনালদোর দিকে। সেটি জালে জড়াতে ভুল করেননি পর্তুগিজ রাজপুত্র।

ফলে ওই খেলায় সর্বোচ্চ গোলের মালিক হন রোনালদো। সুযোগ পেয়ে যান  স্পোর্টিং লিসবন ক্লাবের হয়ে খেলার। যা পরবর্তীতে বদলে দেয় তার ক্যারিয়ার।

পরে ফানত্রোকে এ নিয়ে জিজ্ঞেস করেন রোনালদো, কেন তুমি এমন সুযোগ হাতছাড়া করলে। জবাবে ওই বন্ধু বলেন, কারণ তুমি আমার চেয়ে ভালো খেলোয়াড়।

এরপরই ফানত্রোর ফুটবল ক্যারিয়ারে পতন ঘটে। বেকার জীবন কাটাতে শুরু করেন তিনি।  আর উত্থান ঘটে রোনালদোর।   

একদিন এক সাংবাদিক চমকপ্রদ এ কাহিনী নিয়ে রিপোর্ট করার জন্য ফানত্রোর বাসায় যান। গিয়ে চমকে যান তিনি। কারণ, দেখেন বেকার হলেও দামী বাড়িতে থাকেন ফানত্রো। দামি গাড়িতেও চড়েন। সেটি কিভাবে সম্ভব হলো জানতে চাইলে হাসিমুখে তিনি বলেন, সব ক্রিশ্চিয়ানোর উপহার।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর