ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
৫৭৩

রংপুরেই খেলবেন মাশরাফি-সাকিব

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১৭ ২১ আগস্ট ২০১৯  

বিপিএলের আগামী আসরে সাকিবের সঙ্গে মাশরাফী বিন মুর্তজা দলে খেলবেন বলে জানালেন রংপুর রাইডার্স সিইও ইশতিয়াক সাদেক।

বিপিএলের অষ্টম আসরের জন্য আইকন খেলোয়াড় সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল রংপুর রাইডার্স। কিন্তু রংপুরের গুছিয়ে উঠা সংসারে বাধ সাধে বিসিবি।

দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়ে দেয়, নতুন করে কাউকে দলে নিতে পারবে না কোনো ফ্রাঞ্চাইজি। কারণ, ফ্রাঞ্চাইজিগুলোর সাথে বিসিবির চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন আসরের জন্য সব দলকেই চুক্তি নবায়ন করতে হবে।

এছাড়া খেলোয়াড়দের রিটেনশন বা দলে ভেড়ানোর নিয়ম কানুনেও আসবে পরিবর্তন। বিসিবির এই সিদ্ধান্তের পর তীব্র প্রতিক্রিয়া দেখায় রংপুর রাইডার্স। তবে এখন বেশ নমনীয় ফ্রাঞ্চাইজিটি। 
মঙ্গলবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে দেখা করে পরের আসরের ইস্যু নিয়ে কথা বলতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের একথা জানান।

এদিকে ফ্রাঞ্চাইজিগুলোর আলোচনার পর বিসিবির পক্ষ থেকে জানানো হয়, আসন্ন বিপিএলে বাইলজ নির্ধারণে ফ্রাঞ্চাইজিগুলোর পরামর্শ বিবেচনায় নেয়া হবে।

তাদের সঙ্গে চুক্তি নবায়নের পর নিয়মে কিছু পরিবর্তন আনবে বিপিএল কর্তৃপক্ষ। নিয়ম কেমন হওয়া উচিত তা নিয়েও কিছু পরামর্শ দিয়ে গেছে রংপুর রাইডার্স।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর