ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৭ ভাদ্র ১৪৩২
good-food
৯১৭

রণবীর-আলিয়ার চুম্বনে কোপ!

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২১ ১৩ ফেব্রুয়ারি ২০১৯  

চলতি বছরের বহুল আলোচিত সিনেমা ‘গালি বয়’মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার। খ্যাতনামা বলিউড নির্মাতা জয়া আখতার এটি পরিচালনা করেছেন। এর মূল চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং ও আলিয়া ভাট।

তবে মুক্তির আগে সিনেমাটির কিছু কাটছাঁট করা হয়েছে। সেন্সরবোর্ডের আপত্তিতে কেটে ফেলা হয়েছে রণবীর-আলিয়ার একটি চুম্বনের দৃশ্যসহ বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য।

গুঞ্জন, রণবীর-আলিয়ার ১৩ সেকেন্ডের একটি চুমুর দৃশ্য বাদ পড়েছে। এছাড়া বেশ কিছু বাজে শব্দ ব্যবহার হয়েছিল। সেগুলোও বাদ পড়েছে।

'গালি বয়' সিনেমার প্রথম প্রদর্শনী হয়েছে বার্লিন ফিল্ম ফেস্টিভালে। এজন্য খুবই উত্তেজিত নির্মাতারা। ভারতীয় র‍্যাপার নাইজি এবং ডিভাইনের জীবনের উপর ভিত্তি করে এটি তৈরি হয়েছে।

পরিচালক জয়া আখতার বলেন, বার্লিনে সিনেমাটি প্রদর্শনীকালে মজার দৃশ্যে প্রচুর হাততালি, চিৎকার এবং সিটি দিয়েছেন দর্শকরা। আবার করুণ দৃশ্যে সবাই চুপ হয়ে গিয়েছে। তারা প্রতিটি মুহূর্ত উপভোগ করেছে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর