ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
৩৫২

রান্না করে সাকিব-শিশিরের জন্য খাবার পাঠালেন প্রধানমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫২ ২৬ জানুয়ারি ২০২০  

বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’ সাকিব আল হাসান এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের জন্য নিজ হাতে রান্না করে খাবার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনুভূতি শেয়ার করতেও দেরি করেননি বিশ্বসেরা অলরাউন্ডার।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিব লিখেছেন, নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে হচ্ছে। আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আতিথেয়তায় আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমি তার নিজ হাতের রান্না খাওয়ার সুযোগ পেয়েছি। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে সেখানে তিনি আমার স্ত্রীর পছন্দের খাবার সম্বন্ধে জানতে চান। আজ সকালেই উনি নিজে রান্না করে আমার স্ত্রীর পছন্দের খাবার আমার বাসায় পাঠিয়ে দিয়েছেন। এ আতিথেয়তার জন্য শুধু ধন্যবাদই যথেষ্ট নয়। প্রধানমন্ত্রীর অসাধারণ আতিথেয়তা আমার মনের মধ্যে সারাজীবন গেঁথে থাকবে। সত্যিই আমরা ধন্য। 
এর আগে শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গণভবনে যান সাকিব ও তার পরিবার। সাক্ষাতের পরদিন আবার প্রধানমন্ত্রী নিজ হাতে রান্না করে খাবার পাঠালেন এই দম্পতির জন্য।
প্রসঙ্গত, জুয়াড়িদের খপ্পরে পড়ে আইসিসির নিষেধাজ্ঞার কারণে বর্তমানে সবধরনের ক্রিকেটের বাইরে আছেন সাকিব।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর