ঢাকা, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৬ ভাদ্র ১৪৩২
good-food
৪৫২

রেকর্ড পিচিচি ট্রফি জিতলেন মেসি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৫ ২০ জুলাই ২০২০  

ক্যারিয়ারে সপ্তমবারের মতো পিচিচি ট্রফি জয় করলেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এবারের লা লিগায় সর্বোচ্চ ২৫ গোল করেছেন তিনি। সেই সুবাদে এ পুরস্কার জিতলেন তিনি খুদে জাদুকর।

রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমাকে পেছনে ফেলে এ ট্রফি জিতেছেন মেসি। স্প্যানিশ লিগে ২১ গোল করেছেন ফরাসি ফরোয়ার্ড।

এ নিয়ে টানা চতুর্থ মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হিসেবে লা লিগা শেষ করলেন মেসি। ১৯৮০ সালে হুগো সানচেজের পর এত লম্বা সময় ধরে এ রেকর্ড গড়লেন তিনি।

মেসি গত বছর করেন ৩৬ গোল।  আর ২০১১/১২ মৌসুমে করেন ক্যারিয়ার সেরা ৫০ গোল। সেই তুলনায় বেশ পিছিয়ে থাকলেও পিচিচি ট্রফি জয়ে এ ২৫ গোলই যথেষ্ঠ ছিল তার।

২০০৬/০৭ মৌসুমের পর এর কম গোল করে কেউ এখন পর্যন্ত তা জিততে পারেনি। ২৫ গোল করে ওই আসরে এ পুরস্কার জেতেন ডাচ তারকা রুড ফন নিস্তেরলয়।

মেসির এখন বয়স ৩৩ বছর। এ বয়সেও বার্সার অপরিহার্য্য খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত রেখেছেন মেসি। চলতি মৌসুমে সর্বমোট ৮৬ গোলের মধ্যে তিনিই করেছেন ২৫ গোল, যা কাতালানদের মোট গোলের ২৯ শতাংশ।

বার্সেলোনার ক্লাব ইতিহাসে ১১ জন খেলোয়াড় পিচিচি ট্রফি জয় করেছেন। মেসি ছাড়া অন্যরা হলেন সিজার রডরিগুয়েজ, কায়েটানো রে, চার্লি রেক্সাস, ক্রনকেল, কুইনি (দুইবার), রোমারিও, রোনাল্ডো নাজারিও, স্যামুয়েল ইতো ও লুইস সুয়ারেজ।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর