ঢাকা, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৬ ভাদ্র ১৪৩২
good-food
২৮১

লিটনের পর তামিমেরও সেঞ্চুরি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫২ ৬ মার্চ ২০২০  

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৫৮ রানের রাজকীয় ইনিংস খেলেন তামিম ইকবাল। এবার তৃতীয় ওয়ানডেতে খেলতে নেমে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিলেন তিনি। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে টানা দুটি সেঞ্চুরি করেন ড্যাশিং ওপেনার। এ নিয়ে আবারো একই কীর্তি গড়লেন তিনি। 
বৃষ্টিতে বেশ কিছু সময় খেলা বন্ধ থাকার পর আবারো মাঠে নেমেছে বাংলাদেশ। ক্রিজে ব্যাটিং করছেন দুই ওপেনার লিটন কুমার দাস ও তামিম।  সিলেটে বৃষ্টি থেমে যাওয়ায় খেলা শুরুর প্রস্তুতি নেন দায়িত্বরত আম্পায়াররা। আশা করা হয়, কিছুক্ষণের মধ্যেই মাঠে নামবে দুদল। তবে বৃষ্টিতে বেশ কিছু সময় খেলা বন্ধ থাকায় ৭ ওভার কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়। অর্থাৎ উভয় দলই ৪৩ ওভার ব্যাটিং করবে। সেক্ষেত্রে আর ১০ ওভার ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছেন টাইগাররা। 
৩৪তম ওভার চলাকালীন বৃষ্টি হানা দেয় সিলেটে। এরপর বেশ কিছু সময় খেলা বন্ধ থাকে। মাঝে কিছুক্ষণের জন্য বৃষ্টির প্রকোপ কমে। তবে মাঠ ভেজা থাকায় খেলা শুরু করা সম্ভব হয়নি। 
শুক্রবার দুপুরে জিম্বাবুয়ের আমন্ত্রণে ব্যাটিং করতে নেমে সতর্ক সূচনা করেন দুই ওপেনার তামিম- লিটন। পাওয়ার প্লে’তে দুজনই দেখেশুনে খেলার প্রতি মনোযোগ দেন। তবে সময় বাড়ার সঙ্গে হাত খুলতে থাকেন তারা। 
প্রথম ওয়ানডেতে ১২৬ রানের নান্দনিক ইনিংস খেলেন লিটন। এরপর এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান তৃতীয় ওয়ানডেতেও সেঞ্চুরি তুলে নেন। এ পথে ১৭১ রান তুলে বাংলাদেশের হয়ে তামিমের সঙ্গে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন তিনি। 
তারা ছাড়িয়ে যান শাহরিয়ার হোসেন ও মেহরাব হোসেনের ১৭০ রানের পার্টনারশিপকে। ১৯৯৯ সালে এ জিম্বাবুয়ের বিপক্ষেই ঘরের মাঠে এ রান করেন তারা। এতদিন উদ্বোধনী জুটিতে সেটিই ছিল টাইগারদের সর্বোচ্চ রানের রেকর্ড।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর