ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
১০২৮

আর্থ কাপ টুর্নামেন্ট

শেখ হাসিনাকে পেলের ভিডিও বার্তা (ভিডিও)

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:২৩ ৩ আগস্ট ২০১৯  

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় মানুষকে ঐক্যবদ্ধ করতে ‘আর্থ কাপ’ টুর্নামেন্ট আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাশে চেয়েছেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে। এ ব্যাপারে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন তিনি। আর তার ওই ভিডিও বার্তা পৌঁছে দিতে শেখ হাসিনার সাক্ষাত চান পেলে ফাউন্ডেশনের বিশেষ প্রতিনিধি সাইফুল আমিন ভূঁইয়া। 

ভিডিও বার্তায় পেলে বলেন, ‘হ্যালো প্রধানমন্ত্রী হাসিনা, আপনার জন্য শুভ কামনা। একসঙ্গে কাজ করার সুযোগ সেটা হবে দারুণ, এই কথাটাই আপনাকে বলতে চাই। আমি মনে করি, এটা সবার জন্যই ভাল হবে। আশা করি, শীঘ্রই আপনার দেখা পাব।’ 
‘পেলে ইনিশিয়েটিভ ফর ক্লাইমেট চেঞ্জ এ্যান্ড ওয়ার্ল্ড পিস’ এর অংশ হিসেবে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা জানিয়ে গত ২৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি পাঠিয়েছিলেন পেলে। 
বর্তমানে লন্ডনে অবস্থানরত কানাডা প্রবাসী সাইফুল আমিন ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে সরাসরি এই ভিডিওটি পৌঁছে দিতে চেয়েছিলেন তিনি। তা এখনও সম্ভব হয়নি।


 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর