ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
২০৭

সব ধরনের খেলাধুলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২৭ ৪ এপ্রিল ২০২০  

নভেল করোনাভাইরাসের মহামারীর কারণে দেশে সব ধরনের খেলাধুলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে। এ সিদ্ধান্ত জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এই নির্দেশনা দিয়েছেন বলে শনিবার মন্ত্রণালয়ের  সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

প্রতিমন্ত্রীকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সারা বিশ্বের মত বাংলাদেশেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। এ সময়ে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সচেতন থাকতে হবে। জনাসমাগম এড়িয়ে চলতে দেশের জনগণকে সচেতন করতে হবে।

 

“যে কোনো পর্যায়ের খেলাধুলাতে জনসমাগম ঘটে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশের সকল প্রকার খেলাধুলা বন্ধ থাকবে।”

 

বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের মহামারীতে গত তিন মাসে সারা বিশ্বে আক্রান্ত হয়েছে সাড়ে ১১ লাখ মানুষ, ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

 

সরকারি হিসাবে বাংলাদেশে নভেল করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ৭০ জন, তাদের মধ্যে ৮ জনের মৃত্যু ঘটেছে।

 


টোকিও অলিম্পিকসহ বিশ্বের সব বড় বড় ক্রীড়া আসর পিঠিয়ে গেছে নজিরবিহীন এই সঙ্কটের কারণে। বাংলাদেশেও ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের খেলাধুলা স্থগিত রাখার সিদ্ধান্ত এর আগে জানিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

 

সেই নিষেধাজ্ঞা এখন অনির্দিষ্টকাল বলবৎ থাকবে বলে শনিবারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হল।

 

মন্ত্রণালয় আগেই জানিয়েছে, স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন প্রয়োজনে দেশের সব স্টেডিয়াম, বিশেষ করে ইনডোর স্টেডিয়াম ও জিমনেশিয়ামগুলোকে অস্থায়ী হাসপাতাল বা আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহার করতে পারবে।

 

ঢাকা মহানগরীসহ দেশে মোট ৮০টি বিভাগীয় এবং জেলা স্টেডিয়াম ও উপজেলা পর্যায়ে ১২৫টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম রয়েছে।

 

এছাড়া ২২টি জিমনেশিয়াম, ৭টি ইনডোর স্টেডিয়াম এবং ৫টি মহিলা ক্রীড়া কমপ্লেক্স রয়েছে দেশে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর