ঢাকা, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৬ ভাদ্র ১৪৩২
good-food
২৭০

সাকিব উপস্থিত ইংলিশ প্রিমিয়ার লিগে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:১৩ ৯ মার্চ ২০২০  

হাইভোল্টেজ ‘ম্যানচেস্টার ডার্বি’ মাঠে বসেই উপভোগ করলেন বাংলাদেশ তথা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রোববার রাতে ম্যানচেস্টার ইউনাইটেড আর ম্যানচেস্টার সিটির আগুনে লড়াই দেখতে ওল্ড ট্রাফোর্ডে উপস্থিত ছিলেন ৩২ বছর বয়সী এই তারকা ক্রিকেটার।

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের ঐতিহ্যবাহী এই লড়াইয়ে জয়ী হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে রেড ডেভিলসরা। একটি আন্তর্জাতিক তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের বাংলাদেশ শাখার সঙ্গে যুক্ত রয়েছেন সাকিব। প্রতিষ্ঠানটি ম্যানইউ’র সঙ্গেও সম্পৃক্ত। সেই সুবাদেই ইংলিশ দলটির ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে খেলা দেখতে যান তিনি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর