ঢাকা, ২৯ মে বৃহস্পতিবার, ২০২৫ || ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
৩৩

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কী মারা গেছেন?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:০০ ২৭ মে ২০২৫  

ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে  আসাদুজ্জামান খান কামালের মৃত্যুর খবরটি গুজব বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।    

 

ফেসবুকে ছড়ানো ওই পোস্টটিতে দাবি করা হয়, গত ২১ মে ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত দেবী শেঠি হাসপাতালে মারা গেছেন আসাদুজ্জামান খান কামাল। পোস্টটিতে আরও দাবি করা হয়, হার্টের জটিলতা নিয়ে তিনি ওই হাসপাতালে ৫ দিন আগে ভর্তি হয়েছিলেন তিনি।

 

রিউমর স্ক্যানার বলছে, আসাদুজ্জামান খান কামালের মৃত্যুর দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, কোনো প্রকার তথ্যপ্রমাণ ছাড়াই সম্পূর্ণ ভিত্তিহীনভাবে তার মারা যাওয়ার তথ্যটি প্রচার করা হয়েছে।

 

দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ডা. দেবী শেঠির নারায়ানা হাসপাতালে আসাদুজ্জামান খান কামালের মারা যাওয়ার বিষয়ে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্য পায়নি রিউমর স্ক্যানার। এ ছাড়া আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকেও এমন কোনো পোস্ট পাওয়া যায়নি।

 

সুতরাং, ভারতে আশ্রয় নেয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বেঙ্গালুরুতে মারা গেছেন দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

 

রাজনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর