ঢাকা, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৬ ভাদ্র ১৪৩২
good-food
৩২০

সামাজিক দূরত্ব কী, নিজেকে দিয়ে বুঝিয়ে দিলেন বোল্ট

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৪৮ ১৭ এপ্রিল ২০২০  

বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এর প্রতিষেধক এখনও তৈরি করা সম্ভব হয়নি। ফলে এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। একই সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখতে বিশ্বব্যাপী এখন লকডাউন চলছে। 

 

কেননা, সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, প্রয়োজনে বাইরে বের হলে একে অপরের সাথে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রাখতে হবে। কিন্তু সেটি বিশ্বের অনেকেই মানছেন না। তারপরও ক্রীড়াঙ্গনের তারকারা, বিভিন্নভাবে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছেন।

 

এবার সেই কাজটা করলেন বিশ্বের দ্রুততম মানব জ্যামাইকার উসাইন বোল্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ট্র্রাকে দৌড়ানোর একটি ছবি দিয়ে তা বুঝানোর চেষ্টা করেছেন তিনি। 


২০০৮ সালে বেইজিং অলিম্পিক গেমসে ১০০ মিটার স্প্রিন্টে অন্য প্রতিযোগিদের চেয়ে কয়েক ফুট সামনে থেকে জয় নিয়ে দৌড় শেষ করেন তিনি। আর ওই ছবিটি দিয়েই টুইটারে বোল্ট লিখেন, ‘দূরত্ব রাখতে হবে এভাবেই।’

 

২০০৮ বেইজিং অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টে ৯ দশমিক ৬৯ সেকেন্ড সময় নিয়ে সেরার খেতাব পাওয়ার পাশাপাশি বিশ্ব রেকর্ড গড়েন বোল্ট।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর