ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৭৩২

সুবীর নন্দীর শারীরিক অবস্থা অপরিবর্তিত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩২ ১৬ এপ্রিল ২০১৯  

হাসপাতালে চিকিৎসাধীন দেশ বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর শারীরিক অবস্থা অপরিবর্তিত। হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর ৪০ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো অচেতন তিনি। তার সবকিছুই কৃত্রিম উপায়ে চলছে।

মঙ্গলবার দুপুরে সুবীর নন্দীর জামাতা ড. রাজেশ সিকদার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বাবার শারীরিক অবস্থা অপরিবর্তিত। সবকিছুই কৃত্রিম উপায়ে চলছে। তিনি এখনো অচেতন। তবে চিকিৎসকেরা তার ব্যাপারে আশাবাদী।

সুবীর নন্দীকে দেখে এসে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, তার অবস্থা ভালো না। তিনি দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগছেন। তার হার্টে বাইপাস সার্জারি করা হয়েছে। এছাড়া কিডনির সমস্যা রয়েছে। তাই নিয়মিত ডায়ালাইসিস করতে হয়।

তিনি বলেন, অসুস্থ হয়ে সোমবার হাসপাতালে আনার পর নন্দীর মারাত্মক কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এখন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার জন্য সবাই দোয়া করেন।

রোববার রাত ১০টায় সুবীর নন্দীকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাত ১১টায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

প্রখ্যাত এ শিল্পী চলচ্চিত্রে প্রথম গান করেন ১৯৭৬ সালে। আব্দুস সামাদ পরিচালিত সূর্যগ্রহণ ছবিতে প্রথম প্লেব্যাক করেন তিনি। ১৯৮১ সালে তার একক অ্যালবাম সুবীর নন্দীর গান ডিসকো রেকর্ডিংয়ের ব্যানারে বাজারে আসে। তিনি গানের পাশাপাশি দীর্ঘদিন চাকরি করেছেন ব্যাংকে।

চলচ্চিত্রে প্লেব্যাক করে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন এ গুণী শিল্পী। চলতি বছরে সংগীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করেছে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর