ঢাকা, ০৫ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২০ ভাদ্র ১৪৩২
good-food
৬০৪

সোনার ব্যবসা শুরু করেছেন সাকিব

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৫৯ ২৪ আগস্ট ২০২১  

শেয়ার ব্যবসার পর এবার সোনার ব্যবসা শুরু করেছেন বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। সোমবার (২৩ আগস্ট) প্রকাশিত এক বিজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

 

এতে বলা হয়, প্রিয় দেশবাসী, সরকারি অনুমোদনক্রমে আমি সাকিব দেশে বৈধভাবে সোনার বার ও স্বর্ণালংকার আমদানি এবং বিক্রয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিলার হিসেবে ‘বুরাক কমোডিটিজ এক্সচেঞ্জ কোম্পানি’ নামে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছি।

 

সাকিব বলেন, ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক প্রয়োজনে আপনি আমার প্রতিষ্ঠানের মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে দেশে বৈধভাবে, সঠিকভাবে ওজনের খাঁটি সোনা আমদানি করতে পারেন। আবার কেউ চাইলে আমদানি করা সোনা কিনতে পারবেন।

 

তিনি বলেন, সোনা আমদানি হালাল, সোনায় বিনিয়োগও হালাল। দেশের ব্যাংকিং বিনিয়োগে সুদের হার ক্রমশ নিম্নগামী। তাই হালাল ও নিরাপদ বিকল্প হিসেবে স্বর্ণে বিনিয়োগ করে নিশ্চিন্তে থাকুন। 

 

এর আগে সাকিব সোনা আমদানির জন্য লাইসেন্স নেন।

 

উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের অনুমতি পেয়েছে ‘বুরাক কমোডিটিজ এক্সচেঞ্জ কোং’। ঢাকা, রংপুর ও কুমিল্লা এ তিন জেলায় অফিস নিয়ে এরই মধ্যে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। বিদেশ থেকে সোনার বার ও সোনার অলংকার আমদানিও শুরু করেছে তারা।

 

চলতি বছরই সাকিব শেয়ার ব্যবসার জন্য ব্রোকার হাউজের লাইসেন্সও পেয়েছেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর