ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৬২৩

২২ ফেব্রুয়ারি থেকে নারী প্রিমিয়ার ফুটবল লিগ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৪০ ১৬ ফেব্রুয়ারি ২০২০  

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে রাজধানীর কমলাপুরেরর বীর শ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হচ্ছে নারী ফুটবল লিগ। 
 শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। দেশে সর্বশেষ নারী ফুটবল লিগ হয়েছে ২০১৩ সালে। সেটি ছিল নারী ফুটবল লিগের দ্বিতীয় আসর। প্রথমটি হয়েছিল ২০১১ সালে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধনী ম্যাচে বসুন্ধরা কিংসের মোকাবেলা করবে বেগম আনোয়ারা স্পোর্টস ক্লাব। বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। পরের দিন ২৩ ফেব্রুয়ারি কুমিল্লা ইউনাইটেডের মুখোমুখি হবে জামালপুর কাচারিপাড়া একাদশ। ওই দিন অপর ম্যাচে স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট ফুটবল ক্লাবের বিপক্ষে লড়বে নাসরিন স্পোর্টস একাডেমি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত লিগে সাতটি ক্লাব অংশ নিচ্ছে। ক্লাবগুলো হলো:- বসুন্ধরা কিংস, বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব, কুমিল্লা ইউনাইটেড, জামালপুর কাচারিপাড়া একাদশ, স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট ফুটবল ক্লাব, এফইউ উত্তরবঙ্গ এবং নাসরিন স্পোর্টস একাডেমি।

পুরুষ ফুটবলের মতো নারী ফুটবলের দলবদলেও চকম দেখিয়েছে বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগের একমাত্র এই ক্লাবটি অংশ নিচ্ছে নারী ফুটবলে। বাকিগুলো বাফুফের ডাকে সাড়া দেয়নি। যে কারণে, এখান-ওখান থেকে অচেনা কতগুলো দল এনে লিগটা মাঠে নামাতে হয়েছে বাফুফেকে।  তারপরেও অর্ধযুগ পর ঘরোয়া লিগ খেলার সুযোগ পেয়ে খুশি দেশের প্রমীলা ফুটবলাররা। আয়োজকদের আশা, সামনে সেরা ক্লাবগুলো এই টুর্নামেন্টে অংশ নিতে এগিয়ে আসবে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর