ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৩০২

২৫৫ রানে গুটিয়ে গেলো ভারত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৯ ১৪ জানুয়ারি ২০২০  

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে মাত্র ২৫৫ রানে গুটিয়ে গেছে স্বাগতিক ভারত।  
মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের ৫ বল আগেই অলআউট হয়ে যায় বিরাট কোহলির দল। ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার দরকার ২৫৬ রান।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ইনিংসের পঞ্চম ওভারে দলীয় ১৩ রানে রোহিত শর্মাকে (১০) ফিরিয়ে অস্ট্রেলিয়াকে ব্রেক থ্রু এনে দেন মিচেল স্টার্ক। লোকেশ রাহুলকে সাথে নিয়ে প্রাথমিক ধাক্কা ভালোভাবেই সামলে নেন আরেক ওপেনার শিখর ধাওয়ান।
দ্বিতীয় উইকেট জুটিতে দুজনে মিলে গড়েন শতরানের জুটি। কিন্তু ১২১ রানের এ জুটি ভাঙতেই ঘটে ছন্দপতন। পরপর দুই ওভারে ফেরেন রাহুল-ধাওয়ান। 
অ্যাশটন অ্যাগারের শিকার হওয়ার আগে লোকেশ রাহুল ৬১ বলে করেন ৪৭ ও প্যাট কামিন্সের বলে আউট হওয়ার আগে শেখর ধাওয়ান করেন ৯১ বলে ৯টি চার ও এক ছক্কায় ৭৪ রান।
ক্রিজে এসে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি অধিনায়ক বিরাট কোহলি (৪) ও শ্রেয়াস আইয়ার (৪)। লেগ স্পিনার অ্যাডাম জামপাকে ছক্কা হাঁকানোর পরের বলে ফিরতি ক্যাচ দেন কোহলি। আর মিচেল স্টার্কের শিকার আইয়ার।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর