ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৭৮০

কান চলচ্চিত্র উৎসব

৪ মাসের শিশু ও মায়ের সঙ্গে যাচ্ছেতাই ব্যবহার!

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৩৪ ১৭ মে ২০১৯  

কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ যাচ্ছেতাই ব্যবহার করেছে মা ও ৪ মাসের শিশুসন্তানের সঙ্গে! এমনই অভিযোগ এলো খোদ পরিচালকের কাছ থেকে।

ব্রিটিশ নারী পরিচালক গ্রেটা বেলামাসিনার অভিযোগ, তাকে ও তার সন্তানকে পালে দে ফেস্তিভাল ভবনে ঢুকতে বাধা দেয়া হয়েছে। তার ছবি ‘হার্ট বাই প্যারাডাইসদেখানো হয়েছে বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে।

গ্রেটা জানান, চার মাসের ছেলেকে নিয়ে উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্তিভাল ভবনে ঢুকতে পারেননি তিনি। আটকে দেয়া হয়েছে প্রবেশ পথে। শুধু তাই নয়, উৎসব কর্তৃপক্ষ যাচ্ছেতাই ব্যবহার করেছে মা ও ছেলের সঙ্গে।

ঘটনাটি গেল বুধবারের। প্রাথমিকভাবে গ্রেটার শিশুসন্তানকে ভবনে ঢুকতে দেয়নি নিরাপত্তাকর্মীরা। অনেক বিতর্কের পর অবশেষে তাদের অনুমতি দেয়া হয়। যদিও শিশুটিকে অন্য দরজা দিয়ে যেতে বলা হয়েছিল।

গ্রেটা আরও জানান, চার মাসের বাচ্চাটির জন্য ৩০০ ইউরো দিয়ে পাস কিনতে বলা হয় তাকে। সেটাও নাকি তিনি দিতে রাজি হয়েছিলেন। তখন আয়োজকদের প্রতিনিধি উল্লেখ করে, পাস পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন হতে ৪৮ ঘণ্টা লাগতে পারে। এরপরই তাকে ভবন থেকে সরে যেতে বলা হয়। 

ব্রিটিশ এই নির্মাতা সাংবাদিকদের বলেন, ‌আমার ছবিটির গল্প একজন কমবয়সী একাকী মাকে ঘিরে। লেখক হিসেবে জীবনের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে সে। সেই ছবির পরিবেশক খুঁজতে এসে একজন মা হিসেবে কান উৎসবে দুর্ব্যবহারের শিকার হলাম।

যদিও গত এপ্রিলে কান উৎসব কর্তৃপক্ষ ও এর বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্ম শিশুসন্তানের মা-বাবার জন্য স্বাচ্ছন্দ্যময় পরিবেশ তৈরির জন্য নতুন পদক্ষেপের ঘোষণা দেয়। এর অংশ হিসেবে কাজের মহিলা ও শিশুকে বিনামূল্যে পাস বিতরণ, বুকের দুধ খাওয়ানো ও পোশাক পরিবর্তনের কক্ষ রাখার কথা ছিল। সব মিলিয়ে শিশু কর্নার থাকবে বলে জানানো হয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে কান কর্তৃপক্ষ বৃহস্পতিবার বিবৃতিতে জানিয়েছে, ব্রিটিশ নারী পরিচালক ও তার শিশুসন্তানকে ভুলক্রমে ঢুকতে দেয়া হয়নি। তারা বিষয়টির সমাধান করছেন।   

 

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর