ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৩৫৮

৫ লাখ ১০ হাজারে বিক্রি হলো মুন্নার জার্সি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:০৬ ১১ মে ২০২০  

করোনাভাইরাসের কারণে অসহায়দের সহায়তায় এগিয়ে আসতে বাংলাদেশের ফুটবলের কিংবদন্তি মোনেম মুন্নার জার্সি নিলামে তুলেন তারই স্ত্রী ইয়াসমিন মোনেম সুরভী। গতকাল রাতে ফেসবুক পেইজ 'অকশন ফর অ্যাকশন' থেকে নিলামে উঠে মুন্নার জার্সি। লাইভে উপস্থিতি ছিলেন প্রয়াত মুন্নার স্ত্রী সুরভীও। নিলামে মুন্নার দুটি জার্সি বিক্রি হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকায়।

১৯৮৯ সালে ঢাকায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট গোল্ডকাপে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ লাল দলের হয়ে খেলেছিলেন মুন্না। ঐ আসরে যে জার্সিটি দিয়ে খেলেছিলেন মুন্না, সেটি নিলামে উঠে। '২' নাম্বার জার্সি পরে খেলেছিলেন তিনি। জার্সিটির ভিত্তিমূল্য ধরা হয়েছিল ২ লাখ টাকা। আর নিলামে জার্সিটি বিক্রি হয়েছে ৩ লাখ টাকায়। কিনেছে কার্নিভাল ইন্টারনেট নামের একটি প্রতিষ্ঠান।

জাতীয় দলের সাথে প্রিয় ক্লাব আবাহনী লিমিটেডের হয়ে খেলা মুন্নার একটি জার্সিও নিলামে বিক্রি হয়েছে। প্রথমে আবাহনীর জার্সিটি নিলামে তোলা হয়নি, কিন্তু নিলাম করা প্রতিষ্ঠানে সরাসরি যোগাযোগ করে ২ লাখ ১০ হাজার টাকায় কিনে নেন এইচএসবিসি ব্যাংকের সিইও মাহবুবুর রহমান। জার্সি দুটির বিক্রির পুরো অর্থ করোনায় অসহায় মানুষদের সহযোগিতায় দান করা হবে।

কিডনি রোগে ভূগে ২০০৫ সালের ১২ ফেব্রুয়ারি মাত্র ৩৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন মুন্না। মুন্নার মৃত্যুর পর তাঁর আটটি জার্সি ও এক জোড়া বুট নিজের কাছে রেখে দেন স্ত্রী সুরভী।  দেশের এই সংকটকালে অসহায়-দুস্থ মানুষদের সহায়তার লক্ষ্যে মুন্নার জার্সিটাগুলো নিলামে তুলেন সুরভী। 

জার্সি নিলামে তোলার উদ্যোগ সম্পর্কে সুরভী বলেন, 'আমাকে একজন ম্যাসেঞ্জারে জানায়, মুন্নার জার্সি নিলামে তুলতে পারেন। সেখান থেকে পাওয়া অর্থ অসহায়তাদের সহায়তায় কাজে লাগবে। তখন আমি ভাবলাম, দেশের মানুষের উপকারে আসতে পারি, তবে আমারও ভালো লাগবে। এজন্যই এমন উদ্যোগ নেয়া হয়।'

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর