ঢাকা, ০৮ সেপ্টেম্বর সোমবার, ২০২৫ || ২৩ ভাদ্র ১৪৩২
good-food
৬৪০

 অলিম্পিক থেকে দিয়া সিদ্দীকির বিদায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:০১ ২৯ জুলাই ২০২১  

অলিম্পিক আরচ্যারির নারী রিকার্ভ এককের নক আউট পর্বের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে বেলারুশের জিওমিনস্কায়া কারিনার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিলেন দিয়া সিদ্দীকি। শুট অফে গড়ানো ম্যাচে ৬-৫ সেট পয়েন্টে হেরে যান দিয়া।
প্রথমবারের মতো অলিম্পিকের মঞ্চে একক লড়াইয়ের মূল পর্বে নেমেই দিয়া সিদ্দিকী  স্নায়ুক্ষয়ী লড়াইয়ের মুখোমুখি হয়েছিলেন।

অলিম্পিক আরচ্যারির নারী রিকার্ভ এককের নক আউট পর্বের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে বেলারুশের জিওমিনস্কায়া কারিনার কাছে হারলেন টাইব্রেকারে। শুট অফে গড়ানো ম্যাচে ৬-৫ সেট পয়েন্টে হেরে নিলেন বিদায়।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর